টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি জগতে বহুল প্রতীক্ষিত গুগল আইও-২০২৫ সম্মেলন শুরু হতে যাচ্ছে ২০ মে। দুই দিনব্যাপী এ সম্মেলনে গুগল তার নতুন পণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন এবং প্রযুক্তিগত পরিবর্তনগুলো ঘোষণা করবে।
ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত এ সম্মেলনে সবচেয়ে বড় ঘোষণা হতে পারে গুগলের এআই চ্যাটবট জেমিনির শক্তিশালী সংস্করণ ‘জেমিনি আলট্রা’-এর উন্মোচন।
এর সঙ্গে নতুন সাবস্ক্রিপশন প্ল্যানও আসতে পারে। অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে বড় ঘোষণা আসতে চলেছে, যেখানে থাকবে নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’, উন্নত নোটিফিকেশন ব্যবস্থা এবং অরাকাস্টের সমর্থন। এক্ষেত্রে ব্যবহারকারীরা আরও প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা পাবে।
গুগলের মিক্সড রিয়েলিটি অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড এক্সআর’ এবং পরিধানযোগ্য ডিভাইসের জন্য ‘ওয়্যারএক্সআর’ সফটওয়্যার নিয়েও আলোচনা হবে। এছাড়া, ক্রোম ব্রাউজার, গুগল ক্লাউড এবং নতুন এআই ভাষা মডেল ‘লার্নএলএম’-এর হালনাগাদ সংস্করণসহ অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।