শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
31.9 C
Dhaka

এ্যাডভান্স রাউটিং,সুইচিং ,সিকিউরিটি নিয়ে আইএসপিএবি-হুয়াওয়ে’র কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৩ ডিসেম্বর ২০২৩ ,রবিবার ঢাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং হুয়াওয়ে এর যৌথ উদ্যোগে এ্যাডভান্স রাউটিং, সুইচিং এবং সিকিউরিটি (Advanced Routing, Switching & Security) উপর তিন দিন ব্যাপি কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪০ জন ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহন করেছেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। তিনি তার বক্তব্যে বলেন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পেশাগত শিক্ষা ভিন্ন ভিন্ন ভাবে জ্ঞান লাভ করে থাকি কিন্তু ওয়ার্কশপ বা ট্রেনিং এর সুবিধা হল প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পেশাগত শিক্ষা এর একটি সমন্বয় লব্ধ আনুষ্ঠানিক ফলাফল যা পরবর্তীতে কাজে আরও স্মার্ট হতে সাহায্য করে এবং কাজের ফলাফল কে আরো অগ্রগতি সাধন করে। তিনি আরো বলেন আইএসপিএবি নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করবে বলে আমি বিশ্বাস করি এবং যার মাধ্যমে আমরা দ্রুত স্মার্ট হতে পারব এবং অতি দ্রুত আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারব। পরিশেষে তিনি ট্রেনিং এর সহযোগী আয়োজক হুয়াওয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সভাপতি মো: ইমদাদুল হক। তিনি তার বক্তব্যের শুরুতেই তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সাফল্যের সাথে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষক এবং শিক্ষনার্থীদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষনার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন শুধুমাত্র ঢাকায় নয় ঢাকার বাইরে প্রতিটি বিভাগে ও জেলায় প্রতিনিয়ত এমন প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারা যেমন সুফল পাবে তার সাথে সাথে হুয়াওয়ে বাংলাদেশ এর মার্কেট প্রসার হবে।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন Allen Liu ভাইস-প্রেসিডেন্ট, হুয়াওয়ে দক্ষিণ এশিয়া, নাজমুল করিম ভূঁইয়া, সেক্রেটারী জেনারেল,মো: আসাদুজ্জামান, কোষাধক্ষ্য আইএসপিএবি, নাছির উদ্দিন, পরিচালক, আইএসপিএবি ও অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ। ৩ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মো: সামসুজ্জামান ফরিদ ও মো: মাহবুব হাসান পাবেল, কর্মশালার মাধ্যমে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের পাশাপাশি আইসিটি সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখা এবং নিরাপদে তথ্যপ্রযুক্তি সেবা প্রান্তিক মানুষের নিকট সহজেই পৌঁছে দেয়া এবং নেটওর্য়াক তৈরী এবং টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীবৃন্দ এই কর্মশালার মাধ্যমে জানতে পেরেছেন।

অনুষ্ঠানের শেষ অংশে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ এবং ফটো সেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম...

বাংলাদেশে গুগল পে নাকি গুগল ওয়ালেট চালু হয়েছে?

গোলাম দাস্তগীর তৌহিদ: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে...

সর্বশেষ

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম...

ডিআরসি ও ইউসেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) এবং ইউনিভার্সিটি অব...

শুধু প্রযুক্তি নয়, একসাথে এগিয়ে চলার গল্প বলল ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন...

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img