এসএমএস এর ৩০ বছর পূর্তি গেল ৩ ডিসেম্বর

এসএমএসে

টেকভিশন২৪ ডেস্কঃ সারা পৃথিবীতে ক্ষুদেবার্তা বা এসএমএস বেশ জনপ্রিয়। দূরের মানুষের কাছে মনের ভাব প্রকাশের সহজ মাধ্যম এটি। ‘শর্ট মেসেজ সার্ভিস’ বা এসএমএস-এর ৩০ বছর পূর্তি হয়েছে ৷ ১৯৯২ সালের ৩ ডিসেম্বর প্রথম এসএমএসটি পাঠানো হয়েছিল।

আন্তর্জাতিক ওয়েবসাইট ইডিএন নেটওয়ার্ক এর তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের আইটি সংস্থা সেমা গ্রুপের ২২ বছর বয়সি আইটি কর্মী নেইল পাপওয়ার্থ বিশ্বের প্রথম এসএমএস পাঠান। তিনি তার মেসেজটি পাঠান বন্ধু রিচার্ড জারভিসের মোবাইল ফোনে। তবে এই মেসেজ পাঠানোর জন্য কোনও মোবাইল ফোন ব্যবহার করেননি নেইল। তারিখটা যেহেতু ছিল ৩ ডিসেম্বর, তাই ২৫ ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নেইল বন্ধুকে লিখেছিলেন, ‘মেরি ক্রিসমাস’।

 মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসএম ক্যারিয়ার ওমনিপয়েন্ট কমিউনিকেশনস সে দেশে প্রথম টেক্সট ম্যাসেজিংয়ের কাঠামো তৈরি করে। তা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। সেই সময় ১৬০ শব্দের বেশি এসএমএস পাঠানোর সুযোগ ছিল না।

গত বছর এক লাখ সাত হাজার ইউরোতে বিক্রি হয়েছে বিশ্বের এই প্রথম এসএমএস, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক কোটি তিন লাখ টাকা।

ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নিলাম হয়। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন কোম্পানি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নন-ফাঞ্জিবল টোকেনের (এনএফটি) আকারে এই এসএমএস বিক্রি করা হয়। যা ডিজিটাল যুগে ইতিহাস তৈরি করেছে। 

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন