টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন সম্প্রতি নতুন অ্যাপ অ্যামাজন ওয়ান চালু করেছে। যেখানে পাম প্রিন্ট রিকগনিশন সিস্টেম নামের একটি অনন্য বায়োমেট্রিক পেমেন্ট পরিষেবা যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হাতের তালুর মাধ্যমে স্ক্যান করে সহজে যেকোনো স্থান থেকে টাকা লেনদেন করতে পারবেন।
ঘরে বসে বা অফিসে কাজ করাকালীন অ্যামাজন ওয়ান অ্যাপ ব্যবহার করেই মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই নতুন এই পরিষেবায় নিজেদের যুক্ত করতে পারবেন। এর জন্য কোনো ফিজিক্যাল স্টোর পরিদর্শনের প্রয়োজন পড়বে না।
অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যামাজন ওয়ান অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই মুহূর্তে অ্যাপটির প্রাথমিক রোলআউটটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ আছে।
ওই অঞ্চলে ৫০০টিরও বেশি পপআপ স্টোর, হোল ফুডস মার্কেট স্টোর, অ্যামাজন আউটলেট এবং ১৫০ টিরও বেশি থার্ড পার্টি আউটলেটকে এই পরিষেবার অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে।