বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
31.3 C
Dhaka

ই-কমার্স প্রতিষ্ঠানের সৌজন্যে প্যারা ফুটবল দলকে জার্সি হস্তান্তর

টেকভিশন২৪ ডেস্ক: শারীরিক প্রতিবন্ধী প্যারা ফুটবলারদের জন্য জার্সি উপহার দিয়েছে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০ এ অংশ নেওয়া প্রতিটি দলের খেলোয়াড় এবং কোচ এই জার্সি পাবেন।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের মাঝে এই জার্সি বিতরণ করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জার্সি বিতরণ করেন।

এসময় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন।

জার্সি প্রদানের আগে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিবন্ধীদের সামনে নিয়ে এসেছে এবং সবসময় তাদের জন্য কাজ করে যাচ্ছেন। ৭৪টি প্রতিবন্ধী স্কুলকে এমপিও ভুক্ত করা হয়েছে। প্রতিবন্ধিরাও আজকে সমাজে অনেক কিছু দিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে তারাও এগিয়ে যাচ্ছে। এমনকি দেশ বিদেশে বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে রাষ্ট্রের জন্য সম্মানজনক পদক নিয়ে আসছে।

ইভ্যালির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে প্রতিবন্ধিরা পিছিয়ে থাকবে না। ইভ্যালির প্রতি ধন্যবাদ যে তারা একটি দেশিয় প্রতিষ্ঠান হয়ে এগিয়ে এসেছে।

অনুষ্ঠানে মোহাম্মদ রাসেল বলেন, প্যারা ফুটবলারদের সাথে থাকতে পেরে ইভ্যালি গর্বিত। ইভ্যালি বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। সেই জায়গা থেকে প্যারা ফুটবলারকে আরও গুরুত্ব দিয়ে আমরা আপনাদের সাথে থাকতে চাই। বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ করছে।

অন্যদিকে ইভ্যালির প্রধান বিপনণ কর্মকর্তা আরিফ আর হোসেন বলেন, প্যারা ফুটবলের সামনে একটি চমৎকার ভবিষ্যত রয়েছে। আমরা যেমন এমন বড় আয়োজনে এগিয়ে এসেছি তেমনি অন্যরাও যদি এগিয়ে আসে এবং এমন আয়োজন আরও হয় তাহলে প্যারা ফুটবলারও উৎসাহ পাবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণী এবং নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি দলের প্রতিটি খেলোয়াড়, কোচ এবং অন্যান্য ম্যাচ অফিসিয়ালদের জার্সি স্পন্সর করছে ইভ্যালি।

এই সপ্তাহের জনপ্রিয়

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশ-এর নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের আরও দোরগোড়ায় গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন...

এলো নতুন এআই ল্যাপটপ ‘এ১৬’

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত তাইওয়ানিজ প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট এবার...

সর্বশেষ

ডিআরসি ও ইউসেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) এবং ইউনিভার্সিটি অব...

শুধু প্রযুক্তি নয়, একসাথে এগিয়ে চলার গল্প বলল ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন...

ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকা: আইএসপিএবি সভাপতি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে...

বাংলাদেশে গুগল পে নাকি গুগল ওয়ালেট চালু হয়েছে?

গোলাম দাস্তগীর তৌহিদ: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img