টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন মডেল জিটি ৩০ উন্মোচন করেছে। নতুন এই ফোনটি মূলত পারফরম্যান্স-ভিত্তিক ব্যবহারকারী এবং মোবাইল গেমারদের জন্য তৈরি করা হয়েছে। জিটি ৩০ ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের সুবিধা দেয়, সঙ্গে থাকছে সবাই কিনতে পারার মতো সুবিধাজনক দাম। ফোনটিতে শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দেওয়া হয়েছে, যা দৈনন্দিন কাজ ও গেমিং উভয়ই সহজ করে তোলে।
বাংলাদেশে যখন ইস্পোর্টস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, ঠিক তখনই এই স্মার্টফোনটি বাজারে আসছে। তরুণ গেমারদের একইসঙ্গে চাই উচ্চ ক্ষমতার ডিভাইস, কিন্তু ফ্ল্যাগশিপ-মূল্যের বাজেট ফ্রেন্ডলি ফোন। প্রিমিয়াম মডেল জিটি ৩০ প্রোর উন্নত প্রযুক্তির উপর তৈরি জিটি ৩০, টুর্নামেন্ট-সাপোর্টেড গেমিং অভিজ্ঞতা দেয়, সঙ্গে থাকছে সবাই ব্যবহার করতে পারার সুবিধা।ইনফিনিক্সের নতুন এই মডেল প্রযুক্তি ও মানের সমন্বয় ঘটিয়ে ব্যবহারকারীর কাছে নতুন অভিজ্ঞতা পৌঁছে দেবে।
ভিজ্যুয়ালের ক্ষেত্রে জিটি ৩০ মনোমুগ্ধকর। ফোনটিতে ১.৫কে এ্যামোলেড ডিসপ্লে আছে, ১৪৪ হের্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা দেয়। এর ফলে ছবি তীক্ষ্ণ হয়, রঙগুলো প্রাণবন্ত দেখায় এবং গতি মসৃণ থাকে। গেম খেলাতেও আর দৈনন্দিন ব্যবহারে এটিই উপযুক্ত।
ইনফিনিক্স জিটি ৩০ কে তুলে ধরেছে “সেগমেন্টের সেরা কম্বো” হিসেবে। ট্রিগার, ডাইমেনসিটি ৭৪০০ ৫জি প্রসেসর এবং ১.৫কে এ্যামোলেড ডিসপ্লের সমন্বয়ে ফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন ক্যাটাগরিতে নতুন মান তৈরি করছে এবং গেমিং-ভিত্তিক ডিভাইসের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী ফিচারের কারণে জিটি ৩০ তরুণদের কাছে খুবই জনপ্রিয়। দেশের ডিজিটাল সংস্কৃতিতে এগিয়ে থাকা এই তরুণদের জন্য ফোনটি বিশেষভাবে উপযোগী। ফোনটি আরও আকর্ষণীয় করতে ইনফিনিক্স বিশ্বব্যাপী ফ্রি ফায়ারের সঙ্গে অংশীদারিত্ব করেছে, যা জিটি ৩০ কে গেমারদের জন্য উপযুক্ত একটি ডিভাইস হিসেবে তুলে ধরে।
চারটি রঙে: শ্যাডো অ্যাশ, ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন। এর মধ্যে প্রথম দুটি মূল রঙের ভেরিয়েন্ট। মাত্র ৩০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।