আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ বিজয়ী টিম অরাস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল ম্যাচ রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্ট এর ম্যাচে বিজয়ী টিম অরাস।

ফাইনাল ম্যাচে টিম অরাস, সিটি আইটি রোয়ার এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। টস জিতে সিটি আইটি রোয়ার বোলিং এর সিদ্ধান্ত নেয়। টিম অরাস ব্যাটিং এ নেমে ১২ ওভারে ১৪০ রানের টার্গেট নির্ধারণ করে দেয়। জবাবে সিটি আইটি রোয়ার ব্যাটিং এ নেমে সব উইকেট হারিয়ে ১১২ রান করতে সমর্থ হয়। ২৭ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম অরাস। টিম অরাস এর আল আমিন ৩৯ রান করে খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান ১৪৬ করে সেরা ব্যাটসম্যান হন আইটি পল্লী দলের তন্ময় । ৯ উইকেট এবং ৫২ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সিটি আইটি রোয়ার দলের নিশাত। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, বিসিএস এর আয়োজনে এই টুর্নামেন্টটি তথ্যপ্রযুক্তি খাতের সাথে সম্পৃক্ত মানুষদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই-টেক পার্ক কতৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, ভবিষ্যতে আমরা আরো বৃহৎ পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখবো। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফা কামাল, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক শফিক উদ্দীন ভূঁইয়া, বিসিএস সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান টিটোসহ স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংবাদকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন