চার্জার দেবে না অপো, কিনতে হবে আলাদা

অপো
অপো

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চার্জার ছাড়া মোবাইল ফোন বিক্রির চল শুরু করেছিল অ্যাপল। এরপর স্যামসাং তাদের একাধিক ফোন চার্জার ছাড়া বিক্রি করেছে। শাওমিও তাদের ফোনে চার্জার না দেওয়ার কথা জানিয়েছিল। এবার তাদের দেখানো পথ অনুসরণ করতে যাচ্ছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো।

স্মার্টফোনের চার্জার আলাদাভাবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

অপো রেনো ৮ সিরিজ উন্মোচনের সময় ইউরোপিয়ান বিক্রি ও পরিষেবা বিভাগের প্রধান ভিপি বিলি ঝ্যাং বলেন, আগামী বছর একাধিক ডিভাইসের বক্স থেকে চার্জার সরিয়ে নেবে অপো।

ইলেকট্রনিক বর্জ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে বিশ্বের বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ডিভাইসে চার্জার না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে।

অপোর এ শীর্ষ কর্মকর্তা কোন মডেলে চার্জার থাকবে না সেটা প্রকাশ করেনি। অ্যাপল এবং স্যামসাংয়ের পরে অপো বাক্স থেকে চার্জার সরিয়ে ফেলবে। প্রযুক্তিবিদরা মনে করছেন, ভবিষ্যতে অন্যান্য মোবাইল ব্র্যান্ড একই পথ অনুসরণ করবে।

স্যামসাং এস ২১ ও এ ১৩ সিরিজের ফোনের জন্য প্রযোজ্য ২৫ ওয়াটের দ্রুতগতির চার্জারটি আলাদাভাবে বিক্রি করা হচ্ছে চলতি বছর থেকে।

বর্তমানে মোবাইল নির্মাতা সকল প্রতিষ্ঠান ফাস্ট চার্জিং প্রযুক্তির দিকে নজর দিচ্ছে। কমদামি ফোনেও এখন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো। বাজারে এখন ২০০ ওয়াটের চার্জার চলে এসেছে। যা ফোনকে ৮ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।

তবে একেক ফোনের জন্য একেক চার্জার থাকায় ইলেকট্রনিক বর্জ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ায় বিশ্বের অনেক দেশ এক চার্জার নীতিতে কাজ করছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন