রবিবার, ১১ মে, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
38 C
Dhaka

সুইজারল্যান্ডের আরঅ্যান্ডএম প্রযুক্তিপণ্যের পরিবেশক হলো স্টারটেক

টেকভিশন২৪ প্রতিবেদক:  প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ‘আরঅ্যান্ডএম’-এর সব ধরনের পণ্য এখন পাওয়া যাবে দেশে ছড়িয়ে থাকা প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। বুধবার ঢাকার একটি হোটেলে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে বাংলাদেশের একমাত্র পরিবেশক ঘোষণা করেছে প্রযুক্তিব্র্যান্ড ‘আরঅ্যান্ডএম’।

আরঅ্যান্ডএম মূলত সুইজারল্যান্ডভিত্তিক নেটওয়ার্কিং ও সল্যুশন ব্র্যান্ড। বিশ্বের বেশ কয়েকটি দেশে কোম্পানিটির নেটওয়ার্কিং ও ডেটাসেন্টার কেন্দ্রীক পণ্য বিপণন করে থাকে। আরঅ্যান্ডএম নেটওয়ার্কিং ও ডেটাসেন্টারের সঙ্গে এন্ড টু এন্ড প্যাসিভ সল্যুশন প্রদান করে থাকে।

রি-লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা, পরিচালক মাহবুব আলম রাকিব, মো. জাহিদ আলী ভূইয়াসহ আরঅ্যান্ডএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (ইস্ট-নেপাল, ভুটান ও বাংলাদেশ) অরিন্দম রায়, হেড অব সেলস (নর্থ-ইস্ট) ভরদ্বাজ পঙ্কজ, সল্যুশন আর্কিটেক্ট (নর্থ-ইস্ট) আমানদ্বীপ সিং।

অনুষ্ঠানে জানানো হয়, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দেশে আরঅ্যান্ডএম তাদের নেটওয়াকিং পণ্য বিপণন করবে। সেই সঙ্গে দেশের গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে নিজেদের পণ্যের উন্নয়ন করবেন।

রি-লঞ্চিং অনুষ্ঠানে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মাহবুব আলম রাকিব বলেন, দেশে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা ২০০৭ সালে। রিটেইল ও ডিসট্রিবিউশন দিয়ে যাত্রা করে আমরা আজ এতোদূর এসেছি। এই পর্যায়ে এসে আমরা সুইস ব্র্যান্ড আরঅ্যান্ডএমের সঙ্গে যুক্ত হলাম। এর মাধ্যমে আমরা দেশে বিটুবি তো বটেই সঙ্গে একেবারে গ্রাহকপর্যায়ে সবধরনের নেটওয়ার্কিং পণ্য পৌঁছে দিতে পারবো।

অনুষ্ঠানে আরঅ্যান্ডএম-এর বাংলাদেশের প্রিন্সিপাল কনসালটেন্ট বিশ্বজিৎ সাহা রুদ্র বলেন, আমরা এটা নিশ্চয়তা দিতে চাই, আরঅ্যান্ডএম পুরোপুরিই ইউরোপীয় ব্র্যান্ড। তাই এটা ব্যবসাকে আরও সিকিউর করতে কাজ করবে।

তিনি দেশের স্টারটেকের সঙ্গে থাকা রিটেইলারদের তাই ব্র্যান্ডটি নিয়ে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশে রি-লঞ্চিং সম্পর্কে আরঅ্যান্ডএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (ইস্ট-নেপাল, ভুটান ও বাংলাদেশ) অরিন্দম রায় বলেন, বাংলাদেশে আমাদের ব্যবসা শুরু বেশ কয়েক বছর আগে। তখন থেকে আমরা শুধু বিটুবি ব্যবসা করে আসছি। তবে বাংলাদেশে এখন সবক্ষেত্রে নেটওয়ার্কিং পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় প্রান্তি গ্রাহক পর্যায়েও আরঅ্যান্ডএম-এর পণ্য পৌঁছে দিতেই স্টারটেকের সঙ্গে নতুন করে পথচলা শুরু হলো।

অনুষ্ঠানে আরঅ্যান্ডএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হেড অব সেলস (নর্থ-ইস্ট) ভরদ্বাজ পঙ্কজ উত্তর-পূর্বাঞ্চলে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্পর্কে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশে তাদের কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

আরঅ্যান্ডএম-এর সল্যুশন আর্কিটেক্ট (নর্থ-ইস্ট) আমানদ্বীপ সিং এক উপস্থাপনায় তাদের পণ্যের গুণমান সম্পর্কে বিস্তারিত জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

এআইনির্ভর গ্রাহক সেবা চালু করেছে এয়ারবিএনবি

টেকভিশন২৪ ডেস্ক: এয়ারবিএনবি অনেকটা চুপিসারেই যুক্তরাষ্ট্রে চালু করেছে তাদের...

সর্বশেষ

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

ই-ক্যাব নির্বাচনে ‘টিম ইউনাইটেড’ প্যানেল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের...

বিপ্রপার্টি ও রূপায়ন গ্রুপের অংশীদারিত্বের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি বিপ্রপার্টি ডটকম...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img