শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ণ
27 C
Dhaka

রবি’র “দি রেড ওয়েভ-চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম”উৎসব উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ ক্রিকেট উদযাপনের অংশ হতে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য দৃঢ় সমর্থন প্রদর্শন করে “দি রেড ওয়েভ-চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম”উদযাপন করলো রবি। টাইগারদের বিজয়ী চেতনাকে ভক্তদের মাঝে সঞ্চারিত করতে ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

‘দি রেড ওয়েভ-চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম’ উদযাপনে বৃহস্পতিবার গুলশান-১ রবি কর্পোরেট অফিস থেকে শুরু করে গুলশান-২ অভিমুখে রাস্তার উভয় পাশে সজ্জিত করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি রবি কর্মীদের অংশগ্রহণে উদযাপনের অংশ হিসেবে গুলশান এভিনিউয়ের মোট আটটি স্পটে এ আয়োজন করে রবি। চট্টগ্রামের সিআরবি-তেও সাধারণ মানুষ এবং রবি কর্মীদের অংশগ্রহণে একই রকম আয়োজন করা হয়।

এ সব স্পটে দিনব্যাপী প্রাণবন্ত ফ্ল্যাশ মব উপভোগের পাশাপাশি পথচারীরা ক্রিকেট হিরোদের জন্য গ্রাফিতিতে শুভেচ্ছা বাণী লিখেন। ক্রিকেট অনুরাগীদের আন্তরিক শুভেচ্ছায় সজ্জিত এই চমৎকার ওয়াল গ্রাফিতি বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে পুরো সপ্তাহের জন্য প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, প্রধান কার্যালয়ের সব বিভাগের কর্মী এবং বিভাগীয় প্রধানরা একসাথে যোগ দিয়ে প্রিয় ক্রিকেট দলের জন্য  সম্মিলিভাবে উৎসাহ এবং দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

রবি আজিয়াটা লিমিটেডের সিইও রাজীব শেঠি বলেন, “এই উদযাপন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে সমর্থন করার জন্য আমাদের অটল অঙ্গীকারকে নির্দেশ করে। এটি বাংলাদেশের জনগণের ঐক্য ও চেতনার প্রমাণ। ক্রিকেট বিশ্বকাপ যাত্রায় আমাদের ক্রিকেট হিরোদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত।”

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “বাংলাদেশে ক্রিকেট শুধু একটি খেলার চেয়েও বেশি কিছু; এটি একটি আবেগ যা আমাদের সকলকে একত্রিত করে। আমাদের দলকে প্রতিটি পদক্ষেপে উৎসাহ দিতে ‘বিশ্বকাপ রেড সেলিব্রেশন’ আয়োজন করা হয়েছে।”

গত ১ অক্টোবর বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য ব্যান্ড অর্থহীনের মাধ্যমে বিশ্বকাপের থিম সং “জানি বাংলাদেশ পারবে তুমিও” প্রকাশ করে রবি। দারুণ জনপ্রিয়তা পাওয়া গানটি গুনগুন টিউন হিসেবে মোবাইলে সেট করতে হলে গ্রাহকদের *২৮৪৬৬*৮০৭# কোড ডায়াল করতে হবে।

মাই রবি অ্যাপ দেশের শীর্ষস্থানীয় স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম, র‌্যাবিটহোলের সাথে অংশীদারত্বে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলি লাইভ-স্ট্রিম করবে। ক্রিকেট অনুরাগীরা সাবস্ক্রিপশনের ভিত্তিতে মাই রবি অ্যাপের মাধ্যমে পরিষেবাটি পেতে পারেন।

ক্রিকেটের সাথে রবির সম্পৃক্ততা অনেক আগে থেকেই। কোম্পানিটি বেশ কয়েক বছর ধরে (২০১৫-২০১৭) জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল। এছাড়া রবি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফাস্ট বোলার এবাদত হোসেন চৌধুরী উঠে এসেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায়...

জাইঝেল-এর পরিবেশক এখন ষ্টার টেক

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের বিশ্ববিখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘Zyxel’ এর পরিবেশক...

সর্বশেষ

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে সবাইকে...

১৮ মার্চ বাংলাদেশে আসছে অনার এক্স৯সি স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: অবশেষে দেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেয়া...

সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানালো বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান...

ন্যাশনাল ডেটা অথরিটি তৈরি হলে কর্মসংস্থানের সৃষ্টি হবে: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: এনআইডি সেবা উন্নত করতে বর্হিবিশ্বের মতো স্বতন্ত্র...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img