বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
14 C
Dhaka

বেসরকারি ক্যাটাগরিতে “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১” পেল মাই আউটসোর্সিং

টেকভিশন২৪ ডেস্ক: “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১” অর্জন করলো বাংলাদেশের অন্যতম সেরা বিজনেস প্রসেস আউটসোর্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাই আউটসোর্সিং লিমিটেড। গত ১২ ডিসেম্বর, ২০২১, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেম-এ অনুষ্ঠিত হয়ে গেল “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর” আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১”।

- Advertisement -

অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে সরকারি ও বেসরকারি পর্যায়ে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে সম্মাননা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।

মাই আউটসোর্সিং লিমিটেড জেলা পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’ এর “কারিগরি – বেসরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান)” ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিস্তিতে এ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম উপস্থিত ছিলেন।

মাই আউটসোর্সিং লিমিটেড এর পক্ষ থেকে অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (বাক্কোর যুগ্ম মহাসচিব) মোঃ তানজিরুল বাসার। অ্যাওয়ার্ড গ্রহণ করে তিনি বলেন – ২০১২ সালে মাই গ্রুপের সহ-প্রতিষ্ঠান হিসেবে শুরু হয় মাই আউটসোর্সিং লিমিটেডের যাত্রা। দেশের বিভিন্ন খাতের বড় বড় কোম্পানির কাস্টমার কেয়ার ও ব্যাক অফিস সার্ভিস দিয়ে চলেছে আমাদের প্রতিষ্ঠানটি। দেশের মধ্যে শতাধিক, আর দেশের বাইরে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে মাই আউটসোর্সিং। জাতীয় কল সেন্টার ৯৯৯ প্রকল্পেরও সল্যুশন পার্টনার হিসেবে মাই আউটসোর্সিংয়ের রয়েছে বিশেষ ভূমিকা। ভবিষ্যৎতেও নিজস্ব সেবার মান ধরে রাখতে মাই আউটসোর্সিং লিমিটেড বদ্ধ পরিকর।

উল্লেখ্য, মাই আউটসোর্সিং লিমিটেড দেশের অনেকগুলো হসপিটালের কলসেন্টার সার্ভিস ও অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এছাড়াও দেশের সকল থানায় এ প্রতিষ্ঠানটির সিস্টেম চলমান রয়েছে। এছাড়াও দক্ষ জনবল নিয়োগ, মানসম্মত কর্মপ্রশিক্ষণ, পেরোল ব্যাবস্থাপনা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ব্যাকঅফিস সাপোর্ট সহ নানা রকম উন্নত তথ্য এবং প্রযুক্তিগত সেবানিশ্চিত করছে মাই আউটসোর্সিং লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

নোয়াখালীতে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা বিষয়ক কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে নোয়াখালী জেলার...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সুবর্নচরের চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে ইন্টারনেট সচেতনতা বিষয়ক কর্মশালা

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার...

সর্বশেষ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর গবেষণাকেন্দ্র চালু

টেকভিশন২৪ ডেস্ক: সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে...

নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করুন : তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের...

সুবর্নচরের চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে ইন্টারনেট সচেতনতা বিষয়ক কর্মশালা

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার...

২৯ জানুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন, তথ্যপ্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img