সোমবার, ১২ মে, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
31.5 C
Dhaka

ফেসবুক নয়, মেটা

টেকভিশন২৪ প্রতিবেদক: সামাজিক যোগাযোগের এক নম্বর নেটওয়ার্ক ফেসবুক ঘোষণা করেছে, তাদের কোম্পানি নাম হবে এখন থেকে মেটা। এতদিন ‘ফেসবুক’ কোম্পানি নামের অধীনেই তাদের বিভিন্ন সেবা যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি পরিচালিত হচ্ছিল। এসব সেবার নাম আগের মতো থাকলেও কোম্পানির নাম বদলে হয়ে যাবে ‘মেটা’।

গতকাল (বৃহস্পতিবার) ফেসবুক কানেক্ট অগমেন্টেড অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি কনফারেন্সে এ তথ্য জানানো হয়। ফেসবুকের এই নতুন নাম (মেটা) নেয়া হয়েছে সায়েন্স ফিকশন টার্ম ‘মেটাভার্স’ থেকে, যার অর্থ হচ্ছে ভার্চুয়াল বিশ্বে কাজ করা ও খেলাধুলা করা।

নাম পরিবর্তন প্রসঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা সিইও, যিনি এখন থেকে মেটা-ও সিইও বলে পরিচিত হবেন সেই মার্ক জাকারবার্গ বলেছেন, ‘বর্তমানে আমাদেরকে দেখা হয় সোশ্যাল মিডিয়া কোম্পানি হিসেবে। কিন্তু আমাদের ডিএনএ-তে লেখা আছে, আমরা আসলে এমন একটি প্রতিষ্ঠান যারা মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরির জন্য প্রযুক্তি তৈরি করে। যখন যাত্রা শুরু করেছিলাম তখন সামাজিক যোগাযোগ ছিল আমাদের গন্তব্য, ঠিক একইভাবে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মেটাভার্স।’

গেল জুলাই মাসে ফেসবুক একটি টিম গঠনের ঘোষণা দিয়েছিল যারা মেটাভার্সের ওপর কাজ করবে। দুই মাস পর প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে তাদের হার্ডওয়্যার বিভাগের প্রধান অ্যান্ড্রু বসওয়ার্থকে ২০২২ সালে চিফ টেকনোলজি অফিসারের পদে অভিষিক্ত করবে।

ফেসবুকের বদলে কোম্পানির নাম ‘মেটা’ করার সময় দেয়া এক বিবৃতিতে জাকারবার্গ বলেন, আমাদের আশা হচ্ছে, ‘আগামি এক দশকে মেটাভার্স পৌঁছে যাবে একশো কোটি মানুষের কাছে। এখানে শত শত কোটি ডলারের ডিজিটাল বাণিজ্য হবে এবং লক্ষ লক্ষ নির্মাতা ও ডেভেলপারের কাজের ব্যবস্থা হবে।’ জাকারবার্গেও কথা থেকে পরিষ্কার-মেটাভার্সে ব্যবহারকারীদেরকে আরো বেশি করে গেমিং-এর ভুবনে সম্পৃক্ত করার চেষ্টা করবে তার প্রতিষ্ঠান।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ফেসবুক তাদের হার্ডওয়্যার ডিভিশনকে শক্তিশালী করার চেষ্টা করছে। তারা পোর্টাল ভিডিও কলিং নামে কিছু ডিভাইস তৈরি করেছে, রে-ব্যান স্টোরিজ গ্লাস উদ্ভাবন করেছে এবং অকুলাস ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের কয়েকটি ভারসন বাজারে এনেছে। ফেসবুক ইঙ্গিত দিয়ে রেখেছে যে আগামি কয়েক বছরে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি হতে যাচ্ছে তাদের অন্যতম আগ্রহের জায়গা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই সামিট

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক...

সর্বশেষ

গুগলের আইও সম্মেলন ২০ মে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি জগতে বহুল প্রতীক্ষিত গুগল আইও-২০২৫ সম্মেলন...

রোবোট্যাক্সি উৎপাদন বাড়াতে যাচ্ছে অ্যামাজনের জুক্স

টেকভিশন২৪ ডেস্ক: রোবোট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী...

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img