প্রতিষ্ঠানের নিরাপত্তায় জেডকেবায়োসিকিউরিটি ভি৫০০০

0
127

অলইনওয়ান ওয়েবভিত্তিক নিরাপত্তা প্ল্যাটফর্ম জেডকেবায়োসিকিউরিটি উন্মুক্ত করেছে চীনের বায়েমেট্রিক সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। সব ধরনের প্রতিষ্ঠানের জন্য ফিঙ্গারপ্রিন্টের ছোঁয়ায় সহজ নিরাপত্তা সেবা হিসেবে জেডকেবায়োসিকিউরিটি ভি৫০০০ মডেলের ওয়েব সেবাটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

এতে আছে একাধিক ইনটিগ্রেটেড মডিউল। এর মধ্যে অ্যাকসেস কন্ট্রোল, টাইম অ্যাটেনডেন্স, কমজাম্পশন ম্যানেজমেন্ট, এলিভেটর কন্ট্রোল (অনলাই/অফলাইন), ভিজিটর ম্যানেজমেন্ট, পার্কিং, গার্ড পেট্রল, ফেসকিয়স্ক, ইনটেলিজেন্স ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ম্যানেজমেন্ট, ভিডিও লিংকেজসহ নানা সেবা। সব ধরনের সাব-সিস্টেমে সিংগেল ইউনিট ডেপলয়মেন্ট ও মাল্টি-মডিউল সহজে সংযুক্ত করার সুবিধা আছে। এ ছাড়া ব্যবহারকারীর জন্য শিল্পখাত অনুযায়ী ভিজুয়াল ডেটা প্রেজেন্টেশন অ্যানালাইসিস ফাংশন দেখার সুযোগ আছে। এ সফটওয়্যারের মাধ্যমে যেকোনো বড় প্রতিষ্ঠানের সিস্টেম অনুযায়ী নিরাপত্তা ইনটেলজিন্স তথ্য পাওয়া সম্ভব।

জেডকে বায়োসিকিউরিটিতে নতুন মাইক্রোসার্ভিস মাল্টিপয়েন্ট ডিসট্রিবিউটেড ডেপ্লয়মেন্ট আর্কিটেকচার ও উন্নত ডাটাবেস ব্যবহার করা হয়েছে। এতে ব্রাউজার ও সিস্টেম সক্ষমতাও উন্নত হয়েছে। জেডকে বায়োসিকিউরিটিতে সব ফেসকিয়স্ক আন্তঃসংযোগ থাকায় হালনাগাদ মডিউল দিয়ে তা ব্যবস্থাপনা করা যায় এবং নতুন বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগও তৈরি হয়।

এছাড়া অন্য অ্যাড অন ফিচার যুক্ত করে সহজ ও ব্যবহারবান্থক বায়োমেট্রিক অ্যাকসেস কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যায়। এতে উন্নত ও নিরাপদ ডেটা স্থানান্তর, হাজিরার হিসাব প্রভৃতি কাজ খুব সহজেই করা যায়।

বিস্তারিত জানতে www.zkteco.com.bd সাইটে ভিজিট করতে পারেন।

টেকইকম ডেক্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here