শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ
33.7 C
Dhaka

এআই কোম্পানিতে ৩কোটির বেশি বেতনে সিলিকন ভ্যালিতে ইরফান

টেকভিশন২৪ ডেস্ক: মো. ইরফান উদ্দীন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির এআই কোম্পানি অ্যাস্টেরা ল্যাবসে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিচ্ছেন। চট্টগ্রামের ফটিকছড়ির এই তরুণ ৯ ধাপে ইন্টারভিউ শেষে গত ২১ মে নিয়োগপত্র পান। তার বাৎসরিক বেতন প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা, সঙ্গে প্রথম বেতনের সাথে প্রায় ৩০ লাখ টাকা সাইনিং বোনাস পাবেন।

ইরফান চুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন এবং ২০২৩ সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিংয়ে মাস্টার্স করেন। স্নাতকে সিজিপিএ কম (২.৯৮) হলেও, জিআরই-তে ৩৩১ স্কোর করে ফুল ফান্ডিং স্কলারশিপ পান।

ইরফান জানান, চাকরির জন্য এক হাজারের বেশি আবেদন করেছিলেন এবং প্রথম অফার পেতে মে পর্যন্ত অপেক্ষা করতে হয়। শেষে ফক্সকন ও অ্যাস্টেরা ল্যাবস থেকে একদিনে দুটি অফার পান। বাংলাদেশের ওয়ালটনে চাকরির অভিজ্ঞতা তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

স্কুল ও কলেজ জীবনে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জনকারী ইরফানের স্বপ্ন ছিল সিলিকন ভ্যালিতে কাজ করার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে।

বাংলাদেশ থেকে সিলিকন ভ্যালিতে যাত্রা সম্পর্কে মো. ইরফান উদ্দীন বলেন, চুয়েটে স্নাতক শেষ করার পর ঠিক করেছিলাম দেশেই ক্যারিয়ার গড়ব। আমি চাকরি খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, এবং বেশ কিছুদিন বেকার ছিলাম। অবশ্য পরবর্তীতে চাকরি পাই এবং সর্বশেষ ওয়ালটনে চাকরি করি। সেখানকার অভিজ্ঞতা আমার বর্তমান চাকরি পেতে অনেক কাজে লেগেছে। তথ‌্যসূত্র: প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

সর্বশেষ

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১...

ঢাকায় নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য নিয়ে ৩দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় তিন...

শায়লা শারমিন ‘এপনিক পলিসি সিগ’ এর কো-চেয়ার পদে পূনঃনির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ৪-১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক...

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪২ বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং এবং সিভিল...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img