শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
27 C
Dhaka

অ্যাম্বুফাস্টের অংশীদারিত্বে দ্রুত ও সাশ্রয়ী অ্যাম্বুলেন্স সেবা রবি‌র গ্রাহকদের জন্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড (Robi Axiata Ltd.) তাদের বিশেষ গ্রাহক প্রোগ্রাম রবি এলিট (Robi Elite)-এর সদস্যদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা আরও সহজ ও দ্রুতলভ্য করতে দেশের বিশ্বস্ত অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্ম অ্যাম্বুফাস্ট (AmbuFast)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে রবি এলিট গ্রাহকেরা এখন থেকে জরুরি মুহূর্তে দ্রুত এবং বিশেষ ছাড় (exclusive discounts)-এ অ্যাম্বুফাস্টের অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তির বিস্তারিত ও সুবিধা
এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো মানুষের জীবন রক্ষাকারী জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে আরও কার্যকর করা। চুক্তির অধীনে, রবি এলিট গ্রাহকেরা অ্যাম্বুফাস্টের আধুনিক ও মানসম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা বুকিং-এর ক্ষেত্রে বিশেষ মূল্যহ্রাস (significant discount) উপভোগ করবেন। এই সুবিধাটি শুধুমাত্র সাশ্রয়ীই নয়, বরং জরুরি অবস্থার জন্য মূল্যবান সময় বাঁচাতেও সহায়তা করবে।
অ্যাম্বুফাস্ট সারা দেশে ২৪/৭ নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের জন্য পরিচিত। এলিট গ্রাহকেরা রবি-এর প্ল্যাটফর্ম ব্যবহার করে অথবা অ্যাম্বুফাস্টের ডেডিকেটেড চ্যানেলের মাধ্যমে এই সুবিধাটি সহজেই পেতে পারবেন।

সাইনিং সেরেমনি ও যৌথ প্রতিশ্রুতি
সম্প্রতি রবি-এর কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ সাইনিং সেরেমনিতে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  রবির জিএম – লয়্যালটি এন্ড পার্টনারশিপ, জনাব এএসএম ফয়সাল বলেন,
“রবি শুধুমাত্র একটি টেলিকম কোম্পানি নয়, এটি মানুষের জীবনের সাথে সম্পর্কিত। এই অংশীদারিত্ব আমাদের ‘কমিটমেন্ট টু কেয়ার’ (Commitment to Care)-এরই প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, জরুরি অবস্থায় সঠিক সময়ে চিকিৎসা সহায়তা নিশ্চিত করা একটি অপরিহার্য প্রয়োজন। অ্যাম্বুফাস্টের সাথে যুক্ত হয়ে আমরা আমাদের এলিট গ্রাহকদের জন্য সেই কঠিন মুহূর্তে একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী সমাধান দিতে পেরে আনন্দিত।”

অন্যদিকে, অ্যাম্বুফাস্টের সিইও জনাব মেহেদি হাসান কিরণ মন্তব্য করেন, “জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া জীবন বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি এলিট-এর সাথে এই সহযোগিতা আমাদের পরিষেবাটিকে লক্ষ লক্ষ মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেবে। এই উদ্যোগটি কেবল একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং এটি বাংলাদেশের জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও সুসংগঠিত (streamlined) ও সহজলভ্য (accessible) করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি।”

জাতীয় স্বাস্থ্যসেবায় প্রভাব
বক্তারা আরও জানান, এই উদ্যোগ বাংলাদেশের জরুরি চিকিৎসা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে, শহরের বাইরে বা যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সেবার প্রাপ্যতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে। এটি প্রমাণ করে যে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও কিভাবে সামাজিক দায়িত্ববোধ (social responsibility) থেকে জনকল্যাণমূলক কাজে অংশ নিতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img