টেকভিশন২৪ ডেস্ক: শাওমি তাদের বাডস ৫ প্রো ইয়ারবাড ইউরোপে উন্মোচন করেছে, যা প্রথমবারের মতো কোয়ালকমের এস৭ প্রো চিপ ব্যবহার করে ওয়াই-ফাইয়ের মাধ্যমে অডিও স্ট্রিম করতে সক্ষম। ব্লুটুথ ছাড়াও এই ইয়ারবাড কোয়ালকমের এক্সপান্ডেড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (এক্সপ্যান) প্রযুক্তি ব্যবহার করে ৯৬ কিলোহার্টজ/২৪-বিট লসলেস অডিও সরবরাহ করতে পারে, যার ব্যান্ডউইথ ৪.২ এমবিপিএস পর্যন্ত পৌঁছায়।
এটি বর্তমানে শুধুমাত্র শাওমির ১৫ ও ১৫ আল্ট্রা স্মার্টফোনের সঙ্গে কাজ করবে। ভবিষ্যতে সমর্থন বাড়তে পারে, তবে শুধুমাত্র কোয়ালকমের ৮ জেন ৩ বা ৮ এলিট চিপসেটযুক্ত ফোনেই এটি কার্যকর হবে, ফলে অ্যাপলের ডিভাইসে এটি ব্যবহার করা যাবে না।
শাওমি বাডস ৫ প্রো ওয়াই-ফাই সংস্করণে ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে, যা ব্লুটুথ সংস্করণের তুলনায় বেশি। চার্জিং কেসসহ এটি মোট ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম। এতে ১১ মিমি প্রধান ড্রাইভারের পাশাপাশি পিজেডটি টুইটার ও প্ল্যানার ড্রাইভার রয়েছে, যা উন্নত শব্দ মান নিশ্চিত করে।
বাডটির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ২৪০ ডলার এবং এটি শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে। ব্লুটুথ সংস্করণের দাম প্রায় ২০০ ডলার, যা সাদা ও ধূসর রঙে পাওয়া যাবে।
সূত্র: দ্য ভার্জ