টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (স্থানীয় সময়) টিকটকের চূড়ান্ত প্রস্তাব বিবেচনা করবেন। ৫ এপ্রিলের মধ্যে কোনো অ-চীনা ক্রেতার কাছে বিক্রি না হলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে এ বিষয়ে বৈঠক হবে।
বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড অংশ নেবেন।
ব্ল্যাকস্টোন এবং অন্যান্য বিনিয়োগকারীরা টিকটকের মার্কিন কার্যক্রমে বিনিয়োগের বিষয়ে আলোচনা করছে। ট্রাম্প জানিয়েছেন, ৫ এপ্রিলের মধ্যে বাইটডান্সের সঙ্গে টিকটক বিক্রির একটি চুক্তি সম্পন্ন হতে পারে। এদিকে, মার্ক আন্দ্রিসেনের নেতৃত্বে অ্যান্ড্রিসেন হোরোউইৎজ এবং অন্যান্য মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের চীনা বিনিয়োগকারীদের অংশীদারিত্ব কিনতে আলোচনা করছে।
সূত্র : রয়টার্স