টেকভিশনন২৪ ডেস্ক : জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে চ্যাট থিম কাস্টোমাইজেশন ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই এই ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত চ্যাটের জন্য শুধু ওয়ালপেপার পরিবর্তনই নয়, বরং চ্যাট বাবলের রঙও নিজেদের মতো করে নির্ধারণ করতে পারবেন। ইতিমধ্যে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো অন্যান্য মেটা অ্যাপগুলোতে এই সুবিধা রয়েছে, যা এখন হোয়াটসঅ্যাপেও যোগ হচ্ছে।
এছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাটের জন্য আলাদা থিম ও রঙ বেছে নেওয়ারও সুযোগ পাবেন। এতে করে ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণ নিয়ে মেসেজিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। ফিচারটি বর্তমানে বেটা পর্যায়ে রয়েছে, তবে আশা করা যাচ্ছে, কিছুমাসের মধ্যেই এটি স্টেবল ভার্সনে উন্মুক্ত হবে এবং সকল ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।