টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকার স্যামসাং ও এসকে হাইনিক্সের মতো দক্ষিণ কোরিয়ান চিপ নির্মাতাদের জন্য চীনে চিপ উৎপাদনকে কঠিন করে তুলছে।
সম্প্রতি বাণিজ্য বিভাগ জানিয়েছে, ২০২২ সালে জারি করা রপ্তানি নিয়মের আওতায় যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর সরঞ্জাম চীনে বিক্রির যে ছাড় ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে এই কোম্পানিগুলোকে চীনে মার্কিন সরঞ্জাম কিনতে হলে নতুন লাইসেন্স নিতে হবে।
বিধিনিষেধ ১২০ দিনের মধ্যে কার্যকর হবে। বিদ্যমান কারখানার জন্য লাইসেন্স দেওয়া হলেও নতুন প্রযুক্তি স্থাপন বা সক্ষমতা বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। এর ফলে মার্কিন সরঞ্জাম নির্মাতা ল্যাম রিসার্চ, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ও কেএলএ করপোরেশনের বিক্রি কমতে পারে।
অন্যদিকে, এটি চীনা সরঞ্জাম নির্মাতা এবং মার্কিন মাইক্রনের মতো প্রতিদ্বন্দ্বীদের জন্য সুযোগ তৈরি করতে পারে।