টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট আনুষ্ঠানিকভাবে তাদের টি১ রিজনিং মডেল উন্মোচন করেছে। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই মডেল দ্রুততর প্রতিক্রিয়া প্রদান এবং দীর্ঘ টেক্সট প্রক্রিয়াকরণের উন্নত সক্ষমতা অর্জন করেছে।
টেনসেন্ট দাবি করেছে, টি১ মডেল অত্যন্ত কম ‘হ্যালুসিনেশন রেট’ বজায় রেখে পরিষ্কার ও সুশৃঙ্খল পাঠ্য উপস্থাপন করতে সক্ষম।
এই মডেল টেনসেন্টের নতুন টার্বো এস ভাষার মডেল দ্বারা চালিত হবে, যা সংস্থার দাবি অনুসারে ডিপসিক আর১ মডেলের তুলনায় দ্রুততরভাবে প্রশ্ন প্রক্রিয়াকরণ করতে পারে।
চীনের এআই খাতে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে, বিশেষ করে ডিপসিকের স্বল্প ব্যয়ে উন্নতমানের মডেলগুলোর কারণে। টেনসেন্টও এআই খাতে ব্যাপক বিনিয়োগ বাড়াচ্ছে এবং ২০২৫ সালে পুঁজি ব্যয় আরও বাড়ানোর পরিকল্পনা করেছে।
সূত্র : গ্যাজেট ৩৬০