শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
27.3 C
Dhaka

উপকূলীয় শিক্ষকদের জন্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতায়নের লক্ষ্যে উপকূলের তিন উপজেলায় আয়োজিত হল তিনটি পৃথক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালাগুলোতে অংশ নেন খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরা্র তালা উপজেলার মোট ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান, গণিত ও আইসিটি বিষয়ের প্রায় ১৫০ জন শিক্ষক।

১৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখে বাগেরহাট জেলার রামপাল উপজেলা দিয়ে শুরু হয় এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে উপকূলের মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তাদের জ্ঞানভিত্তিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের অবদান বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হল দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাগুলো। কর্মশালায় বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং ও রোবটিক্স এর উপর শিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক জনাব মোঃ রেজাউল করিম, বাংলার ম্যাথ এর সহ-প্রতিষ্ঠাতা ও গণিত অলিম্পিয়াড এর সাবেক সিনিয়র কনসালটেন্ট আহমেদ শাহরিয়ার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িৎ বিভাগের শিক্ষক জনাব মো. তানভীর শেখ এবং কম্পিউটার সার্ভিসিস লিমিটেড এর সফটওয়্যার ডেভলপার তাওহীদ আহমেদ রেজা প্রমুখ। প্রতিটি কর্মশালায় তিনটি পৃথক সেশনের মাধ্যমে শিক্ষকমন্ডলী তাদের সংশ্লিষ্ট বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার পর ১৬ জানুয়ারি খুলনার রূপসা উপজেলার কর্মশালার মধ্য দিয়ে শেষ হয় এই প্রশিক্ষণ কার্যক্রম।

কর্মশালাগুলোতে সার্বিক সহযোগিতা প্রদান করেন তিনটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়াও সেশনের বিভিন্ন পর্যায় কর্মশালা পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ। পরিদর্শনকালে রামপাল উপজেলার শিক্ষা কর্মকর্তা জনাব এস.এম আনোয়ার-উল কুদ্দুস বলেন, “বেসরকারি পর্যায়ে শিক্ষকদের জন্য প্রযুক্তিভিত্তিক এমন কর্মশালা আয়োজিত হলে শিক্ষক ক্ষমতায়নে সরকারের কাজ অনেকটা সহজ হয়ে যায়। ভবিষ্যতে প্রশিক্ষণ গ্রহণকারী এই সকল শিক্ষকদের নিয়ে প্রযুক্তিভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আমাদের”। দিনব্যাপী বিভিন্ন সেশনের পর শিক্ষকমন্ডলী তাদের মত বিনিময় পর্বে নিজেদের অনুভূতি ব্যাক্ত করে বলেন, “গৎবাঁধা তত্ত্বভিত্তিক প্রশিক্ষণের বাইরে হাতে-কলমে গণিত, বিজ্ঞান কিংবা প্রোগ্রামিং এর বাস্তবিক প্রয়োগের মাধ্যমে যে প্রশিক্ষণ প্রদান করা হল তা আমাদের শ্রেণিকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা রাখবে। দিনব্যাপী এমন আয়োজনের পরিবর্তে একটা লম্বা সময় ধরে এই কর্মশালাগুলো পরিচালিত হলে আমরা আরো বেশী উপকৃত হব”। গণিত ও বিজ্ঞানকে সমস্যা সমাধানের টুল হিসেবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারলে শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন সেশনে আগত প্রশিক্ষকগণ।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের তিনটি উপকূলীয় উপজেলা খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার তালা উপজেলার মোট ৬টি মাধ্যমিক স্কুলের মেয়ে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, প্রোগ্রামিং, রোবটিক্স এবং গণিতের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে প্রকল্পটি। প্রকল্পের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের ভবিষ্যতেও এই সকল কার্যক্রমের সাথে যুক্ত রাখার লক্ষ্যে উক্ত স্কুলের শিক্ষকমন্ডলীকেও এই সকল কার্যক্রমের আওতায় আনতেই এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

৩০ হাজার টাকার মধ্যে অন্যতম সেরা ৫টি স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: চলছে পবিত্র রমজান মাস। পুরো এক মাস...

সর্বশেষ

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

টেলিফোন-এসএমএসের মাধ্যমে সমন জারি করা যাবে: রিজওয়ানা হাসান

টেকভিশন২৪ ডেস্ক: বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে জানিয়ে...

দেশে স্টারলিংকের সহযোগী ‘ফাইবার অ্যাট হোম’!

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা ‘স্টারলিংক’ নিয়ে বাংলাদেশে চলছে...

ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নিলেন জনসংযোগ কর্মকর্তারা

বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img