টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম জ়েলথ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে স্যামসাং জানায়, তাদের মোবাইল হেলথকেয়ার সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।
স্যামসাং জানিয়েছে, কোম্পানিটির উন্নত ওয়্যারেবল প্রযুক্তি এবং জ়েলথের ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় তৈরি করে যুক্তরাষ্ট্রের ৫০০-এর বেশি হাসপাতাল ও রোগীদের মধ্যে সেবা সহজতর করা হবে।
প্রযুক্তি খাতের বাইরেও নতুন প্রবৃদ্ধি খাত খুঁজতে স্যামসাং চিকিৎসা সেক্টরে বিনিয়োগ বাড়াচ্ছে। এর আগে মে মাসে স্যামসাং জার্মানির ফ্ল্যাকটগ্রুপ ১.৫ বিলিয়ন ইউরোতে কিনেছে।
এদিকে, এদিন স্যামসাং দ্বিতীয় প্রান্তিকে ৫৬% মুনাফা কমার পূর্বাভাস দিয়েছে, যা এআই চিপ বিক্রির দুর্বলতার কারণে হয়েছে।
সূত্র: রয়টার্স


