শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ণ
27 C
Dhaka

দেশে স্যামসাং গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং সম্প্রতি সুপারফাস্ট কানেক্টিভিটি ও শক্তিশালী পারফরমেন্সের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৬ উন্মোচন করেছে। দেশের বাজারে আকর্ষণীয় তিনটি আকর্ষণীয় রঙে ডিভাইসটি পাওয়া যাবে; যথা: গোল্ড, লাইট ব্লু ও ব্ল্যাক।

- Advertisement -

গ্যালাক্সি এ০৬ -এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার ফলে ছবি হবে আরো ডিটেইলড ও ঝকঝকে। স্মার্টফোনটির ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ছবিকে করবে আরও স্পষ্ট এবং এর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোলা যাবে দুর্দান্ত সেলফি এবং স্বাচ্ছন্দ্যে করা যাবে হাই-কোয়ালিটি ভিডিও কল। স্টাইলিশ ও স্লিম ডিজাইনের স্মার্টফোনটির ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০.৯; যে কারণে, ফোনটির ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি, সাথে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং।  

শক্তিশালী পারফরমেন্সের জন্য গ্যালাক্সি এ০৬ -এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, স্ট্রিমিং ও গেমিংকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। তিনটি সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে; যথা: ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি রম, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম; থাকছে ১ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা। ক্রেতারা ডিভাইসটির সাথে পাবেন চার বছরের সিকিউরিটি আপডেট এবং দ্বিতীয় প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট।

গ্যালাক্সি এ০৬ স্মার্টফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইএএল৫+ সার্টিফায়েড নক্স ভল্ট, যা এ প্রাইস রেঞ্জের ফোনে এক দুর্দান্ত সংযোজন। ইএএল৫+ নিশ্চিত করবে উচ্চমানের সুরক্ষা। হার্ডওয়্যারসহ নিরাপত্তা লঙ্ঘন সংশ্লিষ্ট বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টফোনটি পরীক্ষা ও এর পারফরমেন্স পর্যালোচনা করা হয়েছে এবং এক্ষেত্রে সফলভাবে উত্তীর্ণ হয়েছে গ্যালাক্সি এ০৬।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, “আমরা বিশ্বাস করি, সবার উদ্ভাবনের সুবিধা উপভোগের সুযোগ থাকা উচিত। এজন্য আমরা শক্তিশালী পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও আকর্ষণীয় ডিসপ্লের সমন্বয়ে গ্যালাক্সি এ০৬ নিয়ে এসেছি। আকর্ষণীয় রঙে এ স্মার্টফোন বাংলাদেশি ক্রেতাদের জন্য উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। আমরা মনে করি, স্মার্টফোনটি তাদের ব্যক্তিত্ব ও লাইফস্টাইলের সাথে চমৎকারভাবে মানিয়ে যাবে।”

স্যামসাং আউটলেট থেকে আগ্রহী ক্রেতারা গ্যালাক্সি এ০৬ কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img