সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
20.9 C
Dhaka

আন্ডারওয়াটার ফটো ও ভিডিওগ্রাফি সুবিধার ‘অপো রেনো১৩ সিরিজ’ উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’, বাংলাদেশে সাড়া জাগানো ‘অপো রেনো১৩ সিরিজ’ এর মোবাইল উন্মোচন করেছে। রবিবার সাংবাদিকদের সঙ্গে নিয়ে এক নৌবিহারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের স্মার্টফোন উন্মোচন করা হয়। এটিই আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সম্বলিত দেশের প্রথম স্মার্টফোন।

‘অপো রেনো১৩ সিরিজ’ এর দু’টি মডেল হচ্ছে- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’। সর্বাধুনিক এই স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো-মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা, যা মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

‘রেনো১৩ সিরিজ’-এর অন্যতম আকর্ষণ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সক্ষমতা। এবং এটি সম্ভব হয়েছে, ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’-এর মাধ্যমে; যেটি কি না ধুলোবালি ও পানি থেকে সর্বোচ্চ মানের সুরক্ষা। এই অভিনব ফিচার ব্যবহারকারীদের পানির ২মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। পানির তলদেশে ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপোর অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’, এটি ফোকাস, রঙ এবং কনট্রাস্ট-এর সমন্বয়ে ভূমিকা রাখে। তাই হতে পারে প্রিয়জনদের সঙ্গে ওয়াটার পার্কের উন্মাদনা কিংবা শান্ত নীল জলরাশিতে হারিয়ে যাওয়া; ‘রেনো১৩ সিরিজ’ প্রতিটি মুহূর্তেই আপনাকে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে অনুপ্রাণিত করবে কোনো ধরনের অতিরিক্ত গ্যাজেট বা সরঞ্জামের ঝামেলা ছাড়াই।

‘রেনো১৩ সিরিজ’ এ আরও রয়েছে ‘এআই লাইভফটো’র নতুন ফিচার, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইভ ফটো সুবিধাকে বহুমাত্রায় বৃদ্ধি করে এবং প্রিয় মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলে। শাটার প্রেস করার পূর্বে ও পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ড এর ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয়; এবং এআই ডি-ব্লারিং, ইআইএস এবং ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করে শটগুলো স্থিতিশীল করতে ও অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করতে সাহায্য করে। ফলশ্রুতিতে- ব্যবহারকারীরা তাদের পছন্দের মুহূর্তগুলো নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে পারেন। এছাড়া এই স্মার্টফোনের ‘এআই এডিটর’ স্যুট দিচ্ছে- ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’, এই ফিচারটি ঝাপসা (ব্লারি) কিংবা লো-রেজ্যুলেশন এর ছবিকে হাই-কোয়ালিটি ভিজ্যুয়াল এর রূপান্তরে সাহায্য করে। পাশাপাশি, ‘এআই আনব্লার’ এর মাধ্যমে মোশন-ব্লারড শট এর শার্পনেস বৃদ্ধি, ‘এআই রিফ্লেকশন’ রিমুভার এর মাধ্যমে অযাচিত রিফ্লেকশন মুছে ফেলা, ‘এআই ইরেজার ২.০’ এর মাধ্যমে ছবির সৌন্দর্য ঠিক রেখেই অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে দেওয়ার মতো অতি প্রয়োজনীয় কাজগুলো সহজেই করা সম্ভব হয়।

গেমার্স ও স্ট্রিমারদের জন্যও রয়েছে সুখবর। ‘রেনো১৩ সিরিজ’-এ আছে ‘এআই লিংকবুস্ট ২.০’, এটি ‘লো-সিগনাল’ অথবা ‘ক্রাউডেড এরিয়া’তে ‘সিগন্যাল রিসেপশন অ্যান্ড প্রায়োরাইটাইজিং’ এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালী রাখতে ভূমিকা রাখে। ৯টি ৩৬০° ডিগ্রি অ্যান্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াই-ফাই, ব্লুটুথ অ্যাসিলারেশন, এর মাধ্যমে এ প্রযুক্তি নির্বিঘ্ন, নিরবচ্ছিন্ন গেমিং, স্ট্রিমিং ও ফাইল শেয়ারিং অভিজ্ঞতা দিয়ে থাকে। ওয়াই-ফাই পজিশনিং ফিচার সবচেয়ে শক্তিশালী সিগন্যালটি সাজেস্ট করার মাধ্যমে নির্ভরযোগ্য নেটওয়ার্কটিতে যুক্ত হতে ব্যবহারকারীদের সাহায্য করে।

দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য ‘অপো রেনো১৩ সিরিজ’-এ রয়েছে, এআই সম্বলিত আরো কিছু উন্নত প্রযুক্তির ডকুমেন্টেশন টুলস; যেমন- লেখা সামারাইজেশন ও এডিটিং এর জন্য ডকুমেন্টস অ্যাপ, ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশন সক্ষমতার এআই অ্যাসিসটেন্ট নোটস। এছাড়া- এই ফোনের আপগ্রেডেড এআই টুলবক্স ২.০ আরো বেশি ভাষা সাপোর্ট করে এবং অ্যাক্টিভ অ্যাপগুলোর সঙ্গে তা সহজেই ব্যবহার করা যায়।

‘অপো রেনো১৩ সিরিজ’ এর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে, ‘আইওএস’ অপারেটিং সিস্টেম এর সঙ্গে সংযোজন। এই স্মার্টফোনের মাধ্যমে ‘ও+ (O+) কানেক্ট অ্যাপ ব্যবহার করে নির্বিঘ্নে অপো ফোন এবং ‘আইওএস’ এর মধ্যে ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ার করা যায়। একইসঙ্গে- অ্যাপল এর পাশাপাশি অপো-ই একমাত্র ব্র্যান্ড, যেটির স্মার্টফোন থেকে সরাসরি টিকটকসহ অন্যান্য সামাজিকমাধ্যমে সরাসরি ছবি (লাইভফটোস) আপলোড এর সুযোগ রয়েছে।

এক বিজ্ঞপ্তিতে অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, “‘মেক ইউর মোমেন্ট’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই ‘অপো রেনো১৩ সিরিজ’টি ডিজাইন করা হয়েছে।  অভিনব আন্ডারওয়াটার এবং এআই টেকনোলজি, প্রিমিয়াম বাটারফ্লাই ডিজাইন ও অসাধারণ পারফরম্যান্সের সমন্বয়ে ‘অপো রেনো১৩ সিরিজ’, ব্যবহারকারীদের সাহসিকতার সঙ্গে প্রতিটি মুহূর্ত উদযাপনে অনুপ্রাণিত করে।”

‘অপো রেনো১৩ সিরিজ’ এ রয়েছে- শক্তিশালী ‘রেনো১৩ ৫জি’- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র‍্যাম (১২জিবি এক্সটেন্ডেড), এবং ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে মাত্র ৬৯,৯৯০ টাকায়।

এছাড়া-  রেনো১৩ এফ এ রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র‍্যাম (৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে মাত্র ৩৪,৯৯০ টাকায়।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বাংলাদেশে সর্বাধুনিক ও যুগান্তকারী আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি মোড এর পরিচয় করিয়ে দেবার মাধ্যমে ‘অপো রেনো১৩ সিরিজ’ এদেশে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে। এই অভিনব ফিচার অপো’কে মার্কেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি স্মার্টফোন প্রযুক্তির নতুন মাত্রা হিসেবেও বিবেচিত হচ্ছে। এই অনন্য ও স্বকীয় ফিচারটি স্মার্টফোনপ্রেমীদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এই অর্জন প্রতিযোগিতামূলক বাজারে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং তা ব্যান্ডটির নতুন প্রবৃদ্ধির সুযোগ করে দেবে বলে আমি মনে করি।”

প্রি-অর্ডার অফার

অপো-ভক্তরা আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি  ‘রেনো১৩ সিরিজ’ প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারের সাথেই অপো-ভক্তদের জন্য রয়েছে অনলাইন লটারির মাধ্যমে বিশেষ বিশেষ উপহারসহ ড্রিম ট্রিপ জেতার সুযোগ। সাথে আরও রয়েছে, অপো ট্রাভেল ব্যাগ এবং ১০০% শিওর শট অপো সুপার শিল্ড কার্ডসহ নানা আয়োজন।

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হলো বাক্কো রিভার ক্রুজ প্রোগ্রাম

টেকভিশন২৪ প্রতিবেদক: গতকাল ৮ই ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ...

ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ই-কমার্স খাতের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন...

এনআইডির তথ্য পাচার করেছে ৫ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে পাঁচটি...

সর্বশেষ

নর্থ সাউথে চলছে ‘টেক ফেস্ট’, সহযোগিতায় গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে...

ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ই-কমার্স খাতের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন...

এনআইডির তথ্য পাচার করেছে ৫ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে পাঁচটি...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তন...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img