টেকভিশন২৪ ডেস্ক: মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কর্মীদের প্রতিবাদে ছিন্নভিন্ন হয় উৎসবের পরিবেশ। মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের সিইও মুস্তাফা সুলাইমানের উপস্থাপনার সময় এক কর্মী প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন।
প্রতিবাদকারী কর্মী মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইসরায়েলের গাজায় হামাসবিরোধী যুদ্ধে সহায়তার বিরুদ্ধে অবস্থান নেন। পরে, আরেকজন কর্মী সিইও সত্য নাদেলা, সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক সিইও স্টিভ বালমার যখন মাইক্রোসফটের ৫০ বছরের ইতিহাস তুলে ধরছিলেন, তখন দ্বিতীয় দফায় প্রতিবাদ জানান।
এই ঘটনার মাধ্যমে প্রযুক্তি কোম্পানিগুলোর ভূরাজনৈতিক ইস্যুতে সম্পৃক্ততা নিয়ে কর্মীদের মধ্যে যে উদ্বেগ ও মতবিরোধ রয়েছে, তা আবারও প্রকাশ্যে এলো।
সূত্র : দ্য ভার্জ