টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা আগামী শুক্রবার তাদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করতে যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বড় পরিকল্পনা থাকলেও তা থেকে আয় বাড়ানো কঠিন হয়ে পড়েছে। আলিবাবার প্রতিদ্বন্দ্বী টেনসেন্ট ও বাইদুও একই সমস্যার সম্মুখীন।
চীনা ভোক্তারা সাবস্ক্রিপশনভিত্তিক মডেল গ্রহণে অনাগ্রহী হওয়ায় এআই সেবার সরাসরি বিক্রি সীমিত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো করপোরেট গ্রাহকদের লক্ষ্য করে এপিআই সেবা দেওয়ার দিকে ঝুঁকছে। কিন্তু তীব্র মূল্যযুদ্ধের কারণে এ খাতের প্রবৃদ্ধিও মন্থর হয়ে পড়েছে।
এপ্রিল-জুন প্রান্তিকে আলিবাবার ক্লাউড ব্যবসার আয় আগের প্রান্তিকের তুলনায় মাত্র ৪.৩% বেড়ে ৩১.৪ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। এটি গত বছরের তুলনায় ১৮% বেশি হলেও প্রবৃদ্ধির ধারা স্পষ্টতই শ্লথ।
সূত্র: রয়টার্স


