বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
14.4 C
Dhaka

টেশিসকে হাইটেক পার্কে রূপান্তরের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: হাইটেক পার্কে রূপান্তর হতে যাচ্ছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

- Advertisement -

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়য়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘ঈদের ঠিক আগে আগে টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) হাইটেক পার্ক হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়ার অনুমোদন দিয়েছি। টেলিকম ও আইসিটি সচিবদ্বয় এই রূপান্তরে আমাকে সাহায্য করছেন। ১৯৬৩ সালে জার্মানির সিমেন্সের হাত ধরে প্রতিষ্ঠিত সফল প্রতিষ্ঠান টেশিসকে মেরে ফেলা হয়েছে। মাঝখানে দোয়েল ল্যাপটপের হাইপ ওঠানো হয়েছে। ভেতরে ভেতরে দোয়েল উৎপাদন হয়েছে মালয়েশিয়ায়, এখানে অ্যাসেম্বলিং হয়েছে মাত্র। শত শত দোয়েল ল্যাপটপ অবিক্রীত। ল্যান্ডফোন সেট বানাতো কোম্পানিটি, সেটা বাটন বা ফিচার ফোন বানানোর সক্ষমতায় পৌঁছানো যায়নি।’

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘গাজীপুরের আহসানুল্লাহ মাস্টারের ছেলে এমপি রাসেল শিল্পের জমি দখল করে আবাসিক এলাকা নয় এ রকম শিল্পাঞ্চলে স্টেডিয়াম বানিয়েছে স্রেফ লুটপাট করতে। অক্ষম প্রতিষ্ঠান টেশিস তার সম্পদ রক্ষায়ও ব্যর্থ হয়েছে।’

বাংলাদেশে ওয়াইফাই রাউটার, বুস্টার, চার্জার ইত্যাদি মোবাইল টেলিফোনের সব ধরনের এক্সেসরিজ এখনো আমদানি করা হয়। এটা ইমাজিন করতে কষ্ট হয় যে দেশের প্রায় শতভাগ ইউএসবি কেবল, পাওয়ার কেবল, এডাপ্টার ইত্যাদি আমদানি করা লাগে। সাধারণ পিএবিএক্স বিদেশ থেকে আসে। কর্মসংস্থান কীভাবে হবে? বিশেষ এই লো টেক প্রোডাক্টগুলোর জন্য সংস্থাটিকে কীভাবে ঢেলে সাজানো যায়, তার জন্য এর মহাপরিচালক এর সাথে আলাপ হয়েছে। হাইটেক নয়, আপাতত দরকার এটাকে একটা ফাংশনিং মিড-টেক বা লো-টেক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়া করানো। মাননীয় প্রধান উপদেষ্টা চাইনিজ ম্যানুফ্যাকচারিং প্ল্যানগুলো বাংলাদেশে আনতে উৎসাহিত করেছেন। এখানে টেলিফোন শিল্প সংস্থার বিদ্যমান ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটিকে কীভাবে ইন্টিগ্রেট করা যায়, তার চিন্তা করছি!’

প্রসঙ্গত, ১৯৬৭ সালে টেশিসের যাত্রা শুরু হয়। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সংস্থাকে হাইটেক পার্কে রূপান্তরের উদ্যোগ এবারই প্রথম নয়।

২০১৮ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৯ নভেম্বর পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়য়ের দায়িত্বে ছিলেন মোস্তাফা জব্বার। সে সময় তিনি টেশিসকে ডিজিটাল যন্ত্র উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর বিদায়ের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান জুনাইদ আহমেদ পলক। তিনি টেশিসকে হাইটেক পার্ক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছিলেন।

মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর গত বছরের ২২ জানুয়ারি তিনি টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থা পরিদর্শন করেন। টেশিসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে সমালোচনা করে সে সময় তিনি বলেন, ‘টেশিস লসে আছে। একে হাইটেক পার্ক করে আগামী ৩০ জুনের মধ্যে প্রফিটে আনতে হবে।’ বিভিন্ন সময়ে টেশিসকে নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আজ থেকে চালু এনইআইআর, অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কেই বন্ধ হবে

টেকভিশন২৪ ডেস্ক: আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যক্রমে আসছে...

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ...

সর্বশেষ

স্মার্টফোনে তরুণদের হালকা নকশা ও দীর্ঘ ব্যাটারির দিকে ঝোঁক

টেকভিশন২৪ ডেস্ক: নতুন বছরের শুরুতে বাংলাদেশের তরুণরা আবার ফিরছে...

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি...

ফিউচারনেশন কর্মসূচিতে যুক্ত হলো ইউআইটিএস

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)...

প্রাইম গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক চালু

টেকভিশন২৪ ডেস্ক: পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img