টেকভিশন২৪ ডেস্ক: টেলিযোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণের ফলে আজ বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা হয়েছে সহজ ও সংযুক্ত। দেশের বিভিন্ন প্রান্তে যেসব রিগার (মোবাইল টাওয়ারে ওঠার কাজে নিয়োজিত) এই নেটওয়ার্ক বিস্তারে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন তাঁদের প্রতি সম্মান জানাতে ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে হুয়াওয়ে সম্প্রতি আয়োজন করে ‘রিগার ইএইচএস ফ্যামিলি ডে ২০২৫’।
ঢাকায় অবস্থিত হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তরে এই অনুষ্ঠানে রিগার ও তাঁদের পরিবারের সদস্য ছাড়াও মোবাইল অবকাঠামো নির্মাণে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেনারেল ম্যানেজারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুয়াওয়ের সাউথ এশিয়া ডেলিভারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর চেন হেংঝো। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন হুয়াওয়ের এফএসসি (ফিল্ডওয়ার্ক সার্ভিস সেন্টার) ম্যানেজার মো. লুৎফর রহমান সজিব এবং ইএইচএস ম্যানেজার পারভেজ ইসলাম।
কর্মক্ষেত্রে মোবাইল টাওয়ার কর্মীদের ইএইচএস (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি) নীতিমালা অনুসরণ করে নিরাপত্তা বিধি মেনে চলতে তাঁরা সকলকে সচেতন করেন। রিগারদের নিরাপত্তার ব্যাপারে আগ্রহী করতে তাঁদের পরিবারের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আলোচকরা। পাশাপাশি তাঁদের প্রতি যত্ন ও মানসিক সহায়তার গুরুত্বও তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচীর আয়োজন করা হয়।
চেন হেংঝো অনুষ্ঠানে সকলের সাথে সময় কাটান। তিনি বলেন, “আমরা রিগারদেরকে শুধু সহযোগী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে দেখি না, বরং হুয়াওয়ে পরিবারের অংশ হিসেবে দেখি। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা তাঁদের পরিবারকে আনন্দঘন মুহূর্ত উপহার দিতে চাই। এই অনুষ্ঠানে নিরাপত্তা সচেতনতা ও পরিবারের মানসিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা আমাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও দায়বদ্ধতার সংস্কৃতিকে তুলে ধরে।“
হুয়াওয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এর কার্যক্রমে যুক্ত কর্মীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার মানদণ্ডের প্রতি হুয়াওয়ের প্রতিশ্রুতিকে তুলে ধরে।


