টেকভিশন২৪ ডেস্ক: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এক ফিচার পরীক্ষা করছে গুগল। বেটা সংস্করণের কনট্যাক্টস ও ফোন অ্যাপে যুক্ত করা হচ্ছে কাস্টমাইজেবল কলিং কার্ড, যা কল আসার সময় স্ক্রিনে দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, জুলাই মাসে এপিকে টিয়ারডাউনে ফিচারটির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এখন বেটা অ্যাপ ইনস্টল করলে ব্যবহারকারীরা সরাসরি এটি পরীক্ষা করতে পারবেন। আইওএসের কনট্যাক্ট পোস্টার ফিচারের মতো হলেও গুগলের প্রয়োগ ভিন্ন। আইওএস-এ ব্যবহারকারীরা নিজের ছবি ও নাম ঠিক করে অন্যের ফোনে প্রদর্শন করতে পারেন, কিন্তু অ্যান্ড্রয়েডে নিজের কার্ড নয়, বরং কনট্যাক্ট লিস্টে থাকা অন্যদের জন্য কলিং কার্ড তৈরি করা যাবে।
ফিচারটি ব্যবহার করতে হলে কনট্যাক্ট ডিটেইলসে গিয়ে “ট্রাই অ্যাডিং এ কলিং কার্ড” অপশনে ছবি, ফন্ট ও রঙ নির্বাচন করা যাবে। এরপর সেই ব্যক্তি কল করলে পুরো স্ক্রিনজুড়ে প্রদর্শিত হবে কার্ডটি। উল্লেখযোগ্যভাবে, স্যামসাং আগে থেকেই অনুরূপ প্রোফাইল কার্ড ফিচার চালু রেখেছে।
সূত্র: এনগ্যাজেট।


