টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক-এর সরকারিভাবে অনুমোদিত পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
স্পেসএক্স-এর মালিকানাধীন স্টারলিংক হলো লো আর্থ অরবিট (এলইিও) উপগ্রহ প্রযুক্তিনির্ভর একটি উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা শহর ও প্রত্যন্ত এলাকায় সমানভাবে দ্রুতগতির ডাউনলোড, স্বল্প লেটেন্সি এবং নমনীয় কাভারেজ নিশ্চিত করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রদত্ত ১০ বছরের এনজিএসও (এসজিএসও) ও রেডিও কমিউনিকেশন লাইসেন্সের আওতায় এ সেবাটি দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
স্টারলিংক ইন্টারনেট সেবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ২৫০ এমবিপিএস বা তারও বেশি ডাউনলোড গতি এবং মাত্র ২০–৪০ মিলিসেকেন্ড লেটেন্সি। এই সেবায় কোনো ফাইবার অপটিক সংযোগ কিংবা মোবাইল টাওয়ারের প্রয়োজন নেই। ফলে দেশের দুর্গম, সীমান্তবর্তী ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোকেও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটির আওতায় আনা সম্ভব হবে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বর্তমানে স্টারলিংক-এর তিনটি ভিন্নধর্মী কিট সরবরাহ করছে—মিনি কিট, স্ট্যান্ডার্ড কিট এবং ফ্ল্যাট হাই পারফরম্যান্স কিট। প্রয়োজনভেদে গ্রাহকরা সরাসরি প্রি-অর্ডারের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটি বাসায় বসেই ডেলিভারি সুবিধা দিচ্ছে এবং প্রযুক্তি খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা ও উদ্ভাবনী সেবার ধারাবাহিকতায় গ্রাহকদের নির্ভরযোগ্য সমাধান দিচ্ছে।
স্টারলিংক সেবার সম্প্রসারণের অংশ হিসেবে দেশে একাধিক গ্রাউন্ড স্টেশন নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে গাজীপুরের হাই-টেক সিটিতে প্রধান স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আইজিসি সংযোগ ও টাওয়ার স্থাপন কার্যক্রমও চলমান রয়েছে।
এই প্রযুক্তি সেবা দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি, গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাত এবং দুর্যোগকালীন সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ব্যবস্থাপনায় স্টারলিংক ইন্টারনেট সেবার এ উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দ্রুত, নির্ভরযোগ্য ও আধুনিক ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রতিষ্ঠানটি এক বছরের ওয়ারেন্টি সুবিধাসহ স্টারলিংক কিট সরবরাহ করছে এবং আগ্রহীরা এখনই গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইটে প্রি-অর্ডার করতে পারবেন।


