মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
15.9 C
Dhaka

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার সমাবর্তনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান সমাবর্তন বক্তা ছিলেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ড. হাসান দিয়াব। সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান এবং বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ বক্তব্য দেন।

সমাবর্তনে ৩,৯৫১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রদান করা হয়। চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন ফার্মেসি বিভাগের আবু ফারহান সিয়াম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের জাবেদ হাসান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের হুমায়রা আসিমা মিম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাসহুর সাদ করিম এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আশিকুল হক।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সমাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটল। এখন সময় এসেছে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা যা অর্জন করেছেন, তার বহুগুণ জাতিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুন।

তিনি আরও বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার মান ও র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক গ্রীন ক্যাম্পাস দেখে তিনি অভিভূত হয়েছেন। ইতোমধ্যে ড্যাফোডিল আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী সনদ অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে এবং বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখে চলেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে পরপর তিনবার ফাইনালিস্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেছে এবং একবার ‘মোস্ট ইনস্পিরেশনাল’ প্রকল্প হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায়ও ড্যাফোডিল অসাধারণ সাফল্য দেখিয়েছে। ১২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২১টি ইভেন্টের মধ্যে ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এসব সাফল্য প্রমাণ করে, ড্যাফোডিলের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সৃজনশীলতায়ও সমানভাবে পারদর্শী।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ডিজিটাল ও উদ্যোক্তা গঠনের কেন্দ্র। কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপ মার্কেট, ঐতিহ্যের হাট এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যাক্সেস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের ধারণাকে বাস্তবায়নের সুযোগ দেওয়া হচ্ছে।

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী এবং সমাবর্তন বক্তা প্রফেসর ড. হাসান দিয়াব বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এ বিশ্ববিদ্যালয় উদ্ভাবনী শিক্ষা পদ্ধতি, ব্লেন্ডেড লার্নিং সেন্টার, ব্লকচেইন-নির্ভর ডিজিটাল সার্টিফিকেট ব্যবস্থা এবং ‘একজন শিক্ষার্থী, একটি ল্যাপটপ’ কর্মসূচির মাধ্যমে হাজারো শিক্ষার্থীকে ক্ষমতায়ন করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার আন্তর্জাতিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং সংযুক্ত আরব আমিরাতে শাখা ক্যাম্পাস চালু করেছে। স্কোপাস ইনডেক্স ও ন্যাচার ইনডেক্সে বিশ্ববিদ্যালয়টির অবস্থান দিন দিন সুসংহত হচ্ছে। আগামী দিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবর্তন অনুষ্ঠানে নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াও। দারিদ্র্য দূরীকরণে বাস্তবসম্মত ও সৃজনশীল উদ্যোগ নাও এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখো।

জনপ্রিয় সংবাদ

ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ই-কমার্স খাতের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন...

পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হলো বাক্কো রিভার ক্রুজ প্রোগ্রাম

টেকভিশন২৪ প্রতিবেদক: গতকাল ৮ই ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ...

এনআইডির তথ্য পাচার করেছে ৫ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে পাঁচটি...

সর্বশেষ

নর্থ সাউথে চলছে ‘টেক ফেস্ট’, সহযোগিতায় গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে...

ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ই-কমার্স খাতের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন...

এনআইডির তথ্য পাচার করেছে ৫ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে পাঁচটি...

আন্ডারওয়াটার ফটো ও ভিডিওগ্রাফি সুবিধার ‘অপো রেনো১৩ সিরিজ’ উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’, বাংলাদেশে সাড়া জাগানো...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img