শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
29 C
Dhaka

শুরু হলো ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার’

টেকভিশন২৪ ডেস্ক: চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো তৃতীয়বারের মতো আয়োজিত ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে। তিন দিনব্যাপী (১৫-১৭ জানুয়ারি) চলা এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৬টি স্টল অংশগ্রহণ করছে।

- Advertisement -

বুধবার (১৫ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারী (অব.)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবি’র সভাপতি মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, মেলার আহ্বায়ক আনোয়ারুল আজিম এবং চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্স।

মেলার প্রথম দিনটি (১৫ জানুয়ারি) ছিল সেমিনার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আয়োজন করা হবে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ এবং একটি মনোমুগ্ধকর লাইভ কনসার্ট। সমাপনী দিন শুক্রবার (১৭ জানুয়ারি) থাকবে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং সমাপনী অনুষ্ঠান। চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলার আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত করা এবং সাধারণ মানুষের কাছে প্রযুক্তির সুবিধা তুলে ধরার লক্ষ্যে এই মেলা আয়োজন করা হয়েছে। এটি প্রযুক্তিপ্রেমী তরুণ, আইসিটি উদ্যোক্তা এবং প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। মেলায় ইন্টারনেট ব্যবহারকারীরা সরাসরি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্ত হয়ে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। দেশি-বিদেশি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও এখানে অংশ নিচ্ছে।

মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাম্বার আইটি, ফাইবার অ্যাট হোম, টিপি-লিংক, সিডাটা, এক্সাবাইট লিমিটেড, আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড, রেস অনলাইন, বাহন লিমিটেড, সামিট কমিউনিকেশন এবং উইন্ড স্ট্রিমস।

তরুণদের জন্য প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার নিয়ে এই মেলা আয়োজন প্রযুক্তি খাতের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান: জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: "রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল" এই গুরুত্বপূর্ণ...

স্যামসাং ফোনে বন্ধ হচ্ছে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা

স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে স্টারলিংক টিমের পরিদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল...

দেশে প্রথমবারের মতো ইডটকোর এফআরপি টাওয়ার স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ প্রথমবারের মতো...

ভিভো ভি৬০ লাইট: চার ঋতুর ক্যানভাস

টেকভিশন২৪ ডেস্ক: কেমন হয়, যদি মনের মতো একটি ছবিকেই...

প্রতিদিনের কেনাকাটায় ডিজিটাল পেমেন্টে সচেতনতা ও প্রণোদনা প্রয়োজন

বন্দরনগরীতে বিকাশ আয়োজিত এক মতবিনিময়ে খাতসংশ্লিষ্টদের পরামর্শ দৈনন্দিনকেনাকাটায় ডিজিটাল পেমেন্টবাড়াতে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img