টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি তাদের সব ধরনের ইন্টারনেট সেবার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২২ মার্চ) বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবায় খরচ কমাতে সাহায্য করবে।
রোববার (২৩ মার্চ) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, সরকার জনগণকে স্বল্প খরচে ইন্টারনেট সেবা দিতে কাজ করে যাচ্ছে। পাইকারি পর্যায়ে মূল্য হ্রাস তারই একটি অংশ, যা আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমিয়ে আনবে।
এছাড়া, মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার ফলে ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমবে।
ফয়েজ আহমদ আরও জানান, টেলিকম অপারেটরদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং তারা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমানোর আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, ২০২৬ সালের মাঝামাঝি বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬-এর সঙ্গে যুক্ত হবে, যা দেশের ব্যান্ডউইথ সক্ষমতা আরও বাড়াবে।