শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
30.1 C
Dhaka

দেশে ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত গড়ছে ব্র্যাকনেট ও হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক : দীর্ঘদিনের সফল যৌথ উদ্যোগ নিয়ে কাজ করে আসাব্র্যাকনেট লিমিটেড এবং হুয়াওয়ে বাংলাদেশ আবারও একসঙ্গে আয়োজনকরলো “ক্যাম্পাস নেক্সট জেনারেশন: দ্য ফিউচার অফ ডিজিটাল এডুকেশন—একটি গুরুত্বপূর্ণ নলেজ -শেয়ারিং ইভেন্ট, যার লক্ষ্য বাংলাদেশেরশিক্ষাক্ষেত্রে স্মার্ট প্রযুক্তির দ্রুত বাস্তবায়ন।

গুলশানে অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এ আয়োজনেঅংশগ্রহণ করেন দেশের ৩০টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০জনেরও বেশি প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন উপাচার্য, অধ্যাপক, প্রযুক্তিপরিচালক, প্রকৌশলী, আন্তর্জাতিক বিনিয়োগ বিশেষজ্ঞ এবং হুয়াওয়ে-এরশীর্ষ কর্মকর্তারা।

তারা হুয়াওয়ের পরবর্তী প্রজন্মের শিক্ষা প্রযুক্তি এবং ব্র্যাকনেটের বাস্তবভিত্তিকস্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

হুয়াওয়ে বাংলাদেশ-এর পক্ষ থেকে ব্র্যাকনেট লিমিটেড-এর প্রধান নির্বাহীকর্মকর্তা এবং জেনারেল ম্যানেজার-কে সম্মাননা পদক প্রদান করা হয়, বাংলাদেশের ডিজিটাল শিক্ষার রূপান্তরে তাদের অনন্য এবং প্রভাবশালীঅবদানের স্বীকৃতিস্বরূপ।

সৈয়দ পি এফ আহমেদপ্রধান নির্বাহী কর্মকর্তাব্র্যাকনেট লিমিটেড বলেন:
হুয়াওয়ের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং আমাদের উভয়ের অভিন্নলক্ষ্যশিক্ষা খাতে উদ্ভাবনের মাধ্যমে ক্ষমতায়ন আমরা একসাথে কাজকরছি একটি স্মার্টসংযুক্ত ভবিষ্যত গড়ে তোলার জন্য l এই আয়োজন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টেকসই ডিজিটাল অবকাঠামো নিশ্চিতকরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ব্র্যাকনেটের আইসিটি অবকাঠামো এবং সহযোগিতামূলক প্রযুক্তি সেবাইতিমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে নিরাপদ, উচ্চগতির এবংভবিষৎবান্ধব শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মুকাররাম হুসাইন, জেনারেল ম্যানেজার ও প্রধান পরিচালন কর্মকর্তা, ব্র্যাকনেট লিমিটেড বলেন: “ডিজিটালভাবে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি থেকে—যার বীজ আমরা বহু বছর আগে বপন করেছিলাম। আজসেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে ব্র্যাকনেট-এর নিবেদিত টিমের নিরলস প্রচেষ্টায়। সহযোগিতা, উদ্ভাবন ও অঙ্গীকারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ভবিষ্যতের পথ নির্মাণ করে যাচ্ছি।”

ব্র্যাকনেট ও হুয়াওয়ে—দুই প্রতিষ্ঠানের বহু বছরের দৃঢ় সম্পর্ক এবংপ্রযুক্তিনির্ভর কার্যক্রম আজ বাংলাদেশের শিক্ষা খাতে যুগান্তকারী রূপান্তরেরবাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

সর্বশেষ

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১...

ঢাকায় নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য নিয়ে ৩দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় তিন...

শায়লা শারমিন ‘এপনিক পলিসি সিগ’ এর কো-চেয়ার পদে পূনঃনির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ৪-১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসেফিক...

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪২ বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং এবং সিভিল...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img