শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka

বিপ্রপার্টি ও রূপায়ন গ্রুপের অংশীদারিত্বের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি বিপ্রপার্টি ডটকম লিমিটেড ও দেশের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ডেভেলপার রূপায়ন গ্রুপ একটি ঐতিহাসিক অংশীদারিত্বে চুক্তি সাক্ষর করেছে। এই যৌথ উদ্যোগে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি, বড় অঙ্কের বিনিয়োগ এবং ভবিষ্যৎমুখী নগর উন্নয়নের লক্ষ্যমাত্রা। 

- Advertisement -

এই চুক্তি ফলে রূপায়ান গ্রুপ বিপ্রপার্টিতে উল্লেখযোগ্য পরিমাণ মূলধন বিনিয়োগ করবে। প্রতিষ্ঠান দুটি একত্রে কাজ করবে এমন নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে, যেখানে সাশ্রয়ী খরচে উচ্চমানের আবাসন, আধুনিক জীবনধারা এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা থাকবে এক ছাদের নিচে।

রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বলেন, “এই বিনিয়োগ জাতীয় উন্নয়নের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। আমরা কেবল সম্পত্তিতে বিনিয়োগ করছি না; আমরা এমন একটি স্মার্ট ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছি, যেখানে আবাসনের ক্ষেত্রে আরও সুযোগ থাকবে, প্রতিটি প্রকল্পে থাকবে বৃহত্তর জাতীয় উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “এই চুক্তির মাধ্যমে আমরা এমন একটি ভিত্তি নির্মাণ করছি, যেখানে কমিউনিটিগুলোতে থাকবে স্বাস্থ্যসেবা, শিক্ষা, টেকসই জীবনযাপন এবং আধুনিক নগর জীবনের সব উপাদান।”

তিনি আরও যোগ করেন, “এই বিনিয়োগ রিয়েল এস্টেট খাতের সঙ্গে যুক্ত সবার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করে। সেকেন্ডারি অ্যাপার্টমেন্ট এবং জমির বিক্রেতারা আরও বেশী ক্রেতা কাছে পৌঁছাতে পারবেন, দ্রুত লেনদেন করতে পারবেন এবং সহজ মূল্য নির্ধারণ সুবিধা পাবেন—যা সবকিছুই বিপ্রপার্টির প্রযুক্তি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত। ‘’

বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নসওয়ার্থি বলেন, এই বিনিয়োগ ফলে বিপ্রপার্টির বিশ্বস্ত রিয়েল এস্টেট সমাধান দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই  আরেকটি  ধাপের সম্প্রসারণ। এটি শুধু আমাদের ব্যবসার জন্য নয়, বরং পুরো শিল্প ক্ষেত্রের জন্যই একটি মাইলফলক। রূপায়নের বিনিয়োগের ফলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, আরও দ্রুত কাজ করতে পারবো এবং নিশ্চিত করতে পারবো যে প্রতিটি গ্রাহক তাদের চাহিদা অনুযায়ী সম্পত্তি সমাধান দিতে পারব বলে আশা করছি।

“উভয় কোম্পানি ইতোমধ্যেই একসাথে মেগা-প্রকল্পে কাজ শুরু করেছে এবং দীর্ঘমেয়াদী একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে, যা ভূমি ব্যবহারের রূপান্তর, বাসগৃহ নির্মাণ এবং জীবনের প্রকৃতি বদলে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হবে। এই অংশীদারিত্বের মূলেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক  দৃঢ় মনোভাব এবং তা গঠনে এক যুগান্তকারী অংশীদারিত্বের শক্তির প্রতি বিশ্বাস।”

এই যৌথ উদ্যোগের ফলে দেশের নগরায়ন ও আবাসনের চেহারা পাল্টে যাবে বলেই মনে করছে বিপ্রপার্টি ও রূপায়ন গ্রুপ । 

রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মুকুল  আরও বলেন, এটি শুধু একটি ব্যবসায়িক অংশীদারিত্ব নয়, বরং আগামী দিনের বাংলাদেশের আবাসন খাত গড়ে তোলার একটি সাহসী পদক্ষেপ। 

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img