টেকভিশন২৪ ডেস্ক: বিসিএর এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ পরবর্তী সাংগঠনিক কার্যক্রমের অচলাবস্থা নিরসনের উদ্দেশ্যে সমিতির সদস্যদের উদ্যোগে ০২ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টার জরুরী ভিত্তিতে তলবী সভার আয়োজন করা হয়। ৩৩৩ জন সদস্যগণের স্বাক্ষরিত চাহিদা পত্রের ভিত্তিতে উক্ত সভা আহবান করা হয়।
০২ সেপ্টেম্বর (সোমবার) ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তলবী সভায় সভাপতিত্ব করেন বিসিএস এর প্রাক্তন সভাপতি মো: সবুর খান। সভায় বিসিএস এর প্রাক্তন সভাপতি এস এম ইকবাল, মো: শহিদ-উল-মুনীর, প্রাক্তন মহাসচিব নজরুল ইসলাম খান মিলন, প্রতিষ্ঠাতা সদস্য শাফকাত হায়দার, বিভিন্ন সময়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী স্বদেশ রঞ্জন সাহা, সান কম্পিউটার লি: এর ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান স্বপনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
তলবী সভায় উপস্থিত সকল সদস্যদের কন্ঠভোটে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আহ্বায়ক মনোনীত হন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। আহ্বায়ক তার কার্যক্রম পরিচালনায় সহায়তা গ্রহণের জন্য সমিতির সদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবেন। আহ্বায়ক কমিটি সমিতির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও বিধিমোতাবেক নির্বাচন অনুষ্ঠান এর ব্যবস্থা করবে।