টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা সম্প্রসারণে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও দক্ষিণ কোরিয়ার হায়োসাং টিএনএস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উন্নতমানের এটিএম ও ব্যাংকিং কিয়স্ক সেবা চালুর পাশাপাশি সারাদেশে ব্যাংকিং প্রযুক্তির আধুনিকায়ন নিশ্চিত করা হবে।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আবদুল ফাত্তাহ এবং হায়োসাং টিএনএসের দক্ষিণ এশিয়ার এটিএম ব্যবসার পরিচালক সাং কন লিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় গ্লোবাল ব্র্যান্ড পিএলসির বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও স্থানীয় অভিজ্ঞতা এবং হায়োসাং টিএনএসের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সারাদেশে সাশ্রয়ী ও বিশ্বমানের ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হবে।
আবদুল ফাত্তাহ বলেন, “আমাদের লক্ষ্য দেশের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করা।” হায়োসাং টিএনএসের পরিচালক সাং কন লিম আশা প্রকাশ করে বলেন, “এই অংশীদারত্ব বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”
উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ৮০টিরও বেশি আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডের পরিবেশক হিসেবে খ্যাত, আর হায়োসাং টিএনএস ১৯৭৯ সাল থেকে বিশ্বব্যাপী ব্যাংকিং প্রযুক্তি খাতে নেতৃত্ব দিয়ে আসছে।