রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka

জানুয়ারিতে ভিভাসফটের আয়োজনে এআই হ্যাকাথন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে পেশাদারদের জন্য এআই হ্যাকাথন আয়োজন করতে যাচ্ছে দেশীয় সফটওয়্যার কোম্পানী ভিভাসফট লিমিটেড। যেখানে প্রযুক্তিবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া কাজে লাগিয়ে তা বাস্তবায়ন করবেন।

হ্যাকাথনে জয়ী সেরা আইডিয়াগুলোর জন্য থাকছে তিন লক্ষ টাকারও বেশি নগদ অর্থ পুরষ্কার। এতে অংশ নিতে পারবেন এআই বিষয়ক উদ্ভাবক, ডেভেলপার এবং শিক্ষার্থীরা।

এই ইভেন্টটি বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি জগতে নতুন দিগন্ত উন্মোচন এবং উদ্ভাবনকে উৎসাহিত করবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার শাফকাত আসিফ বলেন, “ভিভাসফটের এআই হ্যাকাথন – এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা তাদের স্কিল ডেভেলপমেন্ট ও তা প্রদর্শন করতে পারবেন। এছাড়াও সুযোগ রয়েছে একে অপরের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তোলার”।

তিনি আরও বলেন, “হ্যাকাথনটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। বরং এআই-তে সৃজনশীলতা এবং সমস্যা সমাধানেরও একটি মিলিত প্রয়াস। বৈশ্বিক জগতে বাংলাদেশের প্রযুক্তি খাতের অগণিত সম্ভাবনা রয়েছে। তাই এই ইভেন্টটি আমাদের উদ্ভাবকদের পরবর্তী ধাপ উন্মোচনে সহায়তা করবে।”

ইভেন্টটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে: আইডিয়া জমা দেওয়ার পর্ব, প্রজেক্ট জমা দেওয়ার পর্ব, এবং অন-সাইট হ্যাকাথন। অর্থাৎ, হ্যাকাথনে অংশগ্রহণকারীরা তাঁদের আইডিয়াগুলি উপস্থাপন করবেন, প্রোটোটাইপ প্রদর্শন করবেন এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন।

তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে ভিভাসফট হ্যাকাথন ইভেন্ট:

প্রথম পর্যায় – আইডিয়া জমা দেওয়া: এই পর্যায়ে, দলগুলো তাঁদের প্রজেক্টের আইডিয়া এবং ব্যবসায়িক পরিকল্পনা জমা দেবে। ভিভাসফটের বিশেষজ্ঞ দল প্রথমত আইডিয়াগুলোর মূল্যায়ন এবং পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ দলসমূহ নির্বাচিত করবেন।

দ্বিতীয় পর্যায় – প্রজেক্ট জমা দেওয়া: যেসব দল প্রথম পর্যায়ে নির্বাচিত হবে, তাদের নিজেদের আইডিয়াকে জীবন্ত রূপ দিতে হবে। দলগুলো ৩ সপ্তাহ সময় পাবেন কাজ করার জন্য। এরপর ১০টি দলকে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত করা হবে।

তৃতীয় পর্যায় – অন-সাইট হ্যাকাথন: নির্বাচিত ১০টি দল চূড়ান্ত হ্যাকাথন ইভেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে। যেখানে বিচারকরা তাদের প্রজেক্টের ফিডব্যাক জানাবেন। সেই ফিডব্যাক অনুযায়ী দলগুলো তাদের প্রজেক্টে পরিবর্তন এনে ৩৬ ঘণ্টার মধ্যে আপডেটেড প্রজেক্ট প্রদর্শন করবে।

ইভেন্টের তারিখসমূহ:

  • আইডিয়া জমা দেওয়ার সময়কাল: নভেম্বর ২২, ২০২৪ থেকে ডিসেম্বর ২০, ২০২৪
  • প্রজেক্ট জমা দেওয়ার সময়কাল: জানুয়ারি ১৭, ২০২৫
  • চূড়ান্ত হ্যাকাথন: জানুয়ারি ২৫-২৬, ২০২৫

ইভেন্টের ভেন্যু:

ইভেন্টটি অনুষ্ঠিত হবে ভিভাসফট লিমিটেড এর হেড অফিস ঢাকায়। অংশগ্রহণকারীদের সারাদিন চাঙ্গা রাখতে থাকবে খাবার, স্ন্যাকস, বিশ্রাম এবং রিফ্রেশমেন্ট এর ব্যবস্থাও।

পুরস্কার

বিজয়ী দল পাচ্ছেন ২০০,০০০ টাকা নগদ পুরস্কার। রানার্স আপের জন্য থাকছে ১০০,০০০ টাকা নগদ পুরস্কার এবং বিশেষ সন্মাননা হিসেবে সেরা আইডিয়া উপস্থাপনকারীরা পাবেন বিশেষ উপহার।

এই হ্যাকাথনটি অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ ফ্রি। নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংক থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

টেলিফোন-এসএমএসের মাধ্যমে সমন জারি করা যাবে: রিজওয়ানা হাসান

টেকভিশন২৪ ডেস্ক: বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে জানিয়ে...

দেশে স্টারলিংকের সহযোগী ‘ফাইবার অ্যাট হোম’!

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা ‘স্টারলিংক’ নিয়ে বাংলাদেশে চলছে...

ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নিলেন জনসংযোগ কর্মকর্তারা

বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img