শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে গবেষণা, শিক্ষা এবং ট্রেনিং বিষয়ে থ্যালেস আলেনিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

- Advertisement -

৯ ডিসেম্বর, মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবে এবং বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিততে এই চুক্তি স্বাক্ষরিত হয়ে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান ও থ্যালেস আলেনিয়া স্পেসের এক্সপোর্ট সেলস ম্যানেজার মিস্টার রোবের্তো সিজিসমন্ডি চুক্তিতে সই করেন।

চুক্তি অনুসারে দুই প্রতিষ্ঠান স্থানীয় দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময়, প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ট্রেনিং আয়োজন করবে।

অনুষ্ঠানে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভূমি ব্যবস্থাপনা, কৃষি, দুর্যোগ পর্যবেক্ষণ, জলবায়ু সহনশীলতা ও জাতীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ উন্নত প্রযুক্তি, বিশেষত স্যাটেলাইট ও স্পেস-ভিত্তিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, “প্রতি বছর প্রায় ২৫ হাজার প্রযুক্তি স্নাতক কর্মক্ষেত্রে প্রবেশ করে। তাদের জন্য সুযোগ সৃষ্টি করা আমাদের জাতীয় দায়িত্ব।” এ ক্ষেত্রে জাতীয় স্যাটেলাইট ইমেজ রিপোজিটরি ও সব মন্ত্রণালয়ের জন্য ডেটা অ্যাক্সেস নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

ফয়েজ আহমদ তাইয়্যেব থ্যালেসের সঙ্গে সক্ষমতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় পার্টনারশিপ ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক শ্রেষ্ঠ অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তর অর্জন করতে পারবে।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, আর্থ অবজারভেশন ও স্যাটেলাইট প্রযুক্তি বাংলাদেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, অপটিক্যাল ও রাডার- দুই ধরনের পর্যবেক্ষণ সুবিধা নিয়ে এই কর্মসূচি বাংলাদেশের ভূ-প্রকৃতি ও আবহাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ডিজিটালাইজেশন, আধুনিকায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতিশ্রুতিকে ইতালি গভীরভাবে গুরুত্ব দেয় এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, এ সমাঝোতা স্মারক মাধ্যমে বাংলাদেশের তরুণরা স্যাটেলাইটের বিষয়ে দক্ষতা অর্জন করবে। এটা তরুণদের জন্য একটি সুযোগ।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, এ সমাঝোতা স্মারক মাধ্যমে স্যাটেলাইট ইকোসিস্টেম তৈরি করার জন্য কাজ করবে বিএসসিএল।

এতে আরো উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ জানে আলম, অতিরিক্ত সচিব (টেলিকম) মোঃ জহিরুল ইসলাম, বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোওয়ার, জেনারেল ম্যানেজার (সেলস ও মার্কেটিং) শাহ আহমেদুল কবির সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ উদ্বোধন; চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮...

রাজধানীতে ৬ দিনের প্রযুক্তিপণ্যের মেলা ৮ ডিসেম্বর থেকে

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে...

সর্বশেষ

সিটি আইটি মেগা ফেয়ারে আসুসের ফ্ল্যাগশিপ লাইনআপ

টেকভিশন২৪ ডেস্ক:  বিখ্যাত ব্র্যান্ড আসুস অংশ নিয়েছে সিটি আইটি...

এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলো উল্কাসেমি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সেমিকন্ডাক্টর সক্ষমতাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার...

সিটি আইটি মেগা ফেয়ারে গ্লোবাল ব্র্যান্ডের বহুবিধ অফার

টেকভিশন২৪ ডেস্ক: সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এর দ্বিতীয় দিন...

মোবাইল ফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স বিষয়ে যেসব সিদ্ধান্ত গৃহীত হলো

টেকভিশন২৪ ডেস্ক : মোবাইল ফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img