টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি সেমিকন্ডাক্টর ডিজাইনার প্রতিষ্ঠান এসবিআইটি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটি এখন থেকে যৌথভাবে গবেষণা, মেধাস্বত্ব উন্নয়ন এবং প্রোটোটাইপ তৈরিতে একসাথে কাজ করবে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি শিল্পকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
অ্যাকাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি খাতের এই চুক্তি সেমিকন্ডাক্টর ডিজাইন সক্ষমতা বাড়ানো, প্রয়োগভিত্তিক গবেষণা এবং ভবিষ্যতমুখী প্রকৌশল শিক্ষাকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটির চলমান প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে সেমিকন্ডাক্টর, ভিএলএসআই এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে এই সহযোগিতা দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরও শক্তিশালী করবে।
“ভিএলএসআই (ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন) এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে লক্ষ বা কোটি ক্ষুদ্র ইলেকট্রনিক উপাদানকে নকশা ও একত্রিত করে একটি সিলিকন চিপে স্থাপন করা হয়, ফলে শক্তিশালী ও দক্ষ ইলেকট্রনিক সার্কিট তৈরি করা সম্ভব হয়।
ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী এবং এসবিআইটি এর সিইও ড. জাহাঙ্গীর দেওয়ান।
এসবিআইটি ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সেমিকন্ডাক্টর ভিএলএসআই ডিজাইন, সাইবার সিকিউরিটি সফটওয়্যার এবং আইটি বিষয়ে কাজ করছে।
এ চুক্তির ফলে ব্র্যাক ইউনিভার্সিটির বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা ক্যাডেন্স ইউনিভার্সিটি প্রোগ্রামের সুবিধা পাবে।
৩০ বছরেরও বেশি সময় ধরে ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন এবং কম্পিউটেশনাল সফটওয়্যারের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি ক্যাডেন্স প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্র ও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির মধ্যে প্রকৌশল জ্ঞান বিনিময়ে সহায়তা করছে।
এর ফলে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি গ্রেডের ক্যাডেন্স সফটওয়্যার ব্যবহার করে চিপ ডিজাইন, এসওসি ভেরিফিকেশন, ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) প্যাকেজ তৈরি, প্রিন্টেড সার্কিট বোর্ড এবং সম্পূর্ণ সিস্টেম তৈরির মতো জটিল প্রযুক্তিগত সমস্যার সমাধান করতে পারবে।
এসওসি (সিস্টেম অন চিপ) ভেরিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে প্রসেসর, মেমরি, পেরিফেরালসহ বহু উপাদান যুক্ত একটি জটিল চিপ ঠিকভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত করা হয়।
এই চুক্তির ফলে ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি সম্পর্কিত থিসিসের সুযোগ এবং বুটক্যাম্প, টেক টক, হ্যাকাথনসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে, যারা প্রকল্প নির্বাচন ও অনুমোদন করবে। প্রকল্পের শুরুতে ভিএলএসআই ডিজাইন এবং সংশ্লিষ্ট সেবা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
এরপর অনুমোদিত উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য যৌথ প্রকল্প দল গঠন করা হবে। এই দল নির্ধারিত ডেটাসেট, ডেভেলপমেন্ট টুল এবং টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান, প্রফেসর তৌহিদুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর মির্জা রাশেদুজ্জামান ও অ্যাসিসট্যান্ট প্রফেসর ত্বিষা তিতীর্ষা।
এসবিআইটি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার আবদাল হক মন্ডল। তিনি গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই কোলাবোরেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি ১৭ (লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারিত্ব) অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটির প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।


