টেকভিশন২৪ ডেস্ক: বিপিও তথা আউটসোর্সিং শিল্পকে আরও এগিয়ে নিতে এবং এ খাতের সঙ্গে যুক্ত ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজন করতে যাচ্ছে “Freelance Focus: Upskilling for a Better Future” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ প্রকল্প। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে আধুনিক ও চাহিদাসম্পন্ন দক্ষতায় প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রকল্পটির আওতায় থাকছে—আপওয়ার্ক, ফাইভার ও লিংকডইনসহ জনপ্রিয় মার্কেটপ্লেসে প্রোফাইল অপ্টিমাইজেশনের দক্ষতা অর্জন; উন্নত প্রোপোজাল প্রস্তুতকরণ ও কার্যকর ক্লায়েন্ট কমিউনিকেশনে পারদর্শিতা অর্জন; বাস্তব কাজের মাধ্যমে একটি মানসম্মত পেশাদার পোর্টফোলিও গড়ে তোলার সুযোগ; প্রাইসিং, পেমেন্ট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা; এবং দীর্ঘমেয়াদি পেশাগত সফলতার জন্য সুস্পষ্ট ও কৌশলভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে সহায়তা।
প্রকল্পের সমগ্র কার্যক্রম অনুষ্ঠিত হবে বাক্কোর নিজস্ব প্রশিক্ষণ ল্যাবে। প্রশিক্ষণ প্রদান করবেন ফ্রিল্যান্সিং-এ অভিজ্ঞ ও স্বনামধন্য প্রশিক্ষকবৃন্দ, পাশাপাশি থাকবেন ফ্রিল্যান্সিং জগতের অনুসরণীয় ব্যক্তিত্বরা, যা পুরো প্রকল্পটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এবং যাতায়াত ভাতা প্রদান করা হবে।
নিবন্ধন লিংকঃ https://rb.gy/70z0n5


