টেকভিশন২৪ ডেস্ক: কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে শীর্ষে উঠে এসেছে হুয়াওয়ে। এ সময়ে কোম্পানিটির বাজার শেয়ার দাঁড়ায় ২১ শতাংশে, যা অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।
২০২৪ সালের প্রথম প্রান্তিক থেকে পতনের মুখে থাকা বাজারে এবার ৮ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। চীনের বাজারে ব্যাপক চাহিদা বৃদ্ধিই মূল ভূমিকা রেখেছে। হুয়াওয়ের পাশাপাশি শাওমি ৩৮ শতাংশ ও ইমু ২১ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। অন্যদিকে, অ্যাপল ও স্যামসাংয়ের শিপমেন্ট ৩ শতাংশ হ্রাস পেলেও উন্নত স্মার্টওয়াচ খাতে অ্যাপল এখনো এগিয়ে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ২০২৫ জুড়েই এই প্রবৃদ্ধি অব্যাহত থাকতে পারে।