টেকভিশন২৪ ডেস্ক: গুগলের নোটবুকএলএম এখন কমবয়সী ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হয়েছে, যা তাদের পড়াশোনা ও ক্লাসের বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে সহায়তা করবে। নতুন ফিচারগুলোর মাধ্যমে তারা এখন নোটগুলোকে একাধিক ভাষায় পডকাস্টের মতো অডিও ওভারভিউতে রূপান্তর করতে পারবে, ইন্টারঅ্যাকটিভ মাইন্ড ম্যাপেরমাধ্যমে উৎসগুলোর পারস্পরিক সম্পর্ক দেখতে পারবে এবং নিজের উৎস সম্পর্কে প্রশ্ন করে গভীরভাবে বোঝার সুযোগ পাবে।
১৮ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য নোটবুকএলএম-এ কঠোর কনটেন্ট নীতিমালা রয়েছে, যা সম্ভাব্য অনুপযুক্ত বা ক্ষতিকর প্রতিক্রিয়া রোধ করে। এছাড়া, ব্যবহারকারীর চ্যাট ও আপলোড করা উৎসগুলো মানব দ্বারা পর্যালোচনা করা হয় না বা এআই প্রশিক্ষণে ব্যবহৃত হয় না।
খবরে বলা হয়, গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশন ব্যবহারকারীদের জন্য এটি মূল সেবার অংশ হিসেবে সব বয়সের জন্যই উন্মুক্ত এবং ওয়ার্কস্পেস ফর এডুকেশনের শর্তাবলির আওতাভুক্ত। ভোক্তাদের জন্য নোটবুকএলএম ১৩ বছর বা সংশ্লিষ্ট দেশের ন্যূনতম বয়স থেকে ব্যবহারযোগ্য এবং গুগলের পরিষেবার শর্তাবলির অধীনে থাকবে।