টেকভিশন২৪ ডেস্ক: মাইক্রোসফটের জনপ্রিয় শেয়ারপয়েন্ট সার্ভার সফটওয়্যারে একটি গুরুতর “জিরো-ডে” নিরাপত্তা ত্রুটি হ্যাকারদের দ্বারা সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে, যা বিশ্বজুড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। মাইক্রোসফট জরুরি নিরাপত্তা আপডেট প্রকাশ করলেও ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়, জ্বালানি কোম্পানি, সরকারি ও টেলিকম সংস্থাগুলো আক্রান্ত হয়েছে।
সাইবারসিকিউরিটি প্রতিষ্ঠান সেনসিস জানায়, এই ত্রুটির ফলে অন্তত ১০,০০০ প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে। হ্যাকাররা এতে ফাইল সিস্টেমে প্রবেশ, কোড চালানো এমনকি সার্ভার পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হচ্ছে। গুগলের হুমকি বিশ্লেষণ দল জানায়, এই ত্রুটি ভবিষ্যতের নিরাপত্তা প্যাচও বাইপাস করতে পারে।
আই সিকিউরিটি জানায়, হ্যাকাররা শেয়ারপয়েন্ট সার্ভারে প্রবেশ করে ব্যবহারকারী বা সার্ভিস সেজে কাজ করতে পারে, যা টিমস, আউটলুক ও ওয়ানড্রাইভ এর মতো মূল সেবায় ঢুকে পড়ে ডেটা চুরি ও পাসওয়ার্ড হ্যাকিং ঘটাতে পারে। মার্কিন সিআইএসএ পরামর্শ দিয়েছে, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখতে। এফবিআই তদন্ত করছে, তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়।
সূত্র: এনগ্যাজেট