টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণির মোট ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী।
সাধারণ সদস্য শ্রেণিতে ৯টি পদের জন্য প্রতিদ্বন্দ্বী ১৪ জন প্রার্থী। তাদের মধ্যে দুটি প্যানেল গঠিত হয়েছে।
একটি সম্মিলিত প্যানেলের সদস্যরা হলেন:
১. মোহাম্মদ আমিনুল হাকিম – আম্বার আইটি লিমিটেড
২. মো. সাইফুল ইসলাম – আইসিসি কমিউনিকেশন লিমিটেড
৩. রাশেদুর রহমান – ওয়ান স্কাই কমিউনিকেশন
৪. মইন উদ্দিন আহমেদ – রেড ডাটা লিমিটেড
৫. নাজমুল করিম ভূঁইয়া – কে এস নেটওয়ার্ক লিমিটেড
৬. মো. নেয়ামুল হক খান – মাজেদা নেটওয়ার্কস লিমিটেড
৭. মো. আসাদুজ্জামান – অন্তরঙ্গ ডটকম লিমিটেড
৮. মাহবুব আলম – সার্কেল নেটওয়ার্ক
৯. মো. মিঠু হাওলাদার – ইনভেনশন টেকনোলজি লিমিটেড
অন্য প্যানেলের নেতৃত্বে রয়েছেন মো. আজহারুল হক চৌধুরী। তাঁর দলের সদস্যরা হলেন:
১. মো. আজহারুল হক চৌধুরী – এডিএন টেলিকম লিমিটেড
২. মো. ইরফান উদ্দিন – আলফা নেটওয়ার্ক
৩. মো. শরিফুল ইসলাম – ব্রিনক সিস্টেম
৪. সাব্বির আহমেদ – এক্সোর্ড অনলাইন
৫. মো. রেজাউল ইসলাম – লিংক থ্রি টেকনোলজিস লিমিটেড
সহযোগী সদস্য শ্রেণিতে ৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বী ১০ জন প্রার্থী। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি প্যানেলের প্রার্থীরা।
একটি প্যানেলের সদস্যরা হলেন:
১. এ এস এম মঞ্জুরুল করিম – এমএনএস নেটওয়ার্ক
২. মো. আবু রায়হান – রয়েল নেটওয়ার্ক
৩. মো. খলিলুর রহমান – চিত্রা নেটওয়ার্ক
৪. মো. কাওছার আহমেদ – ডক্টরস আইটি
৫. মো. খলিলুর রহমান – সিগনাল নেটওয়ার্ক
অন্য প্যানেলের সদস্যরা হলেন:
১. মো. নজরুল ইসলাম – এনআই নেটওয়ার্ক
২. মো. রবিউল ইসলাম – গ্লোবাল ব্রডব্যান্ড
৩. মো. আল আমিন – পিসি নেটওয়ার্ক
৪. মো. নূর হোসেন – এক্সেস নেটওয়ার্ক
৫. মো. আল মামুন – ইনফোওয়েব
নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী এবং সদস্য হিসেবে রয়েছেন রাকিব হোসেন ও মো. এরশাদ হোসেন।
নির্বাচনে সাধারণ শ্রেণির মোট ভোটার ২৬৩ জন এবং সহযোগী শ্রেণির ভোটার সংখ্যা ৫৯৯ জন।