টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার, ১৬ এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নির্বাচন বোর্ডে তিন সদস্য রাখা হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুফিয়া আক্তার রুমিকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন— উপসচিব স্বন্দ্বীপ কুমার সরকার এবং সহকারী বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক) সিরাজুল ইসলাম।
এছাড়া, একই আদেশে তিন সদস্যের একটি আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন যুগ্ম সচিব শায়লা ইয়াসমিন। অন্য দুই সদস্য হলেন উপসচিব মাজেদুল ইসলাম এবং উপসচিব রেজাউল করিম।