টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৪ এপ্রিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে বন্ধু পল অ্যালেনকে সঙ্গে নিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন বিল গেটস। শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির পাঁচ দশক পূর্তি উপলক্ষে গত বুধবার গেটস নোটস ব্লগে মাইক্রোসফটের প্রথম সফটওয়্যারের সোর্স কোড উন্মুক্ত করেছেন তিনি। বিল গেটসের ভাষায়, এটি তাঁর লেখা ‘সবচেয়ে দুর্দান্ত কোড’।
গেটস নোটস ব্লগে বিল গেটস লিখেছেন, ‘একটি প্রতিষ্ঠানের ৫০ বছর পার করা বিশাল অর্জন। স্টিভ বলমার ও সত্য নাদেলার নেতৃত্বে অসংখ্য মেধাবী কর্মীর নিরলস পরিশ্রমের কারণেই এটি সম্ভব হয়েছে। এখনো মনে হয়, যেন সেদিনই হার্ভার্ডের কম্পিউটার ল্যাবে পিডিপি-১০ কম্পিউটারের সামনে পল অ্যালেন আর আমি বসে সেই কোড লিখছি।’
মাইক্রোসফটের প্রথম সফটওয়্যার ‘আলতাইর বেসিক’ তৈরি হয়েছিল ১৯৭৫ সালে, আলতাইর ৮৮০০ পার্সোনাল কম্পিউটারের জন্য। মাইক্রোসফটের যাত্রা শুরুর গল্পও উঠে এসেছে গেটসের লেখায়। তিনি জানিয়েছেন, প্রযুক্তির নতুন অধ্যায় সূচিত হয়েছিল সেই সফটওয়্যার থেকেই।