টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় রাজধানীর মহাখালীতে রিটায়ার্ড আর্মড ফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
আইএসপিএবি’র প্রেসিডেন্ট মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ২১তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি ২০২৪ সালের বার্ষিক কর্মকাণ্ড ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁঞা সংগঠনের গত বছরের কার্যক্রমের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। পাশাপাশি, কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সুজন ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং আগামী বছরের জন্য আর্থিক বাজেট ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় উপস্থিত সদস্যদের আলোচনার ভিত্তিতে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
এছাড়া, ২০২৫ সালের জন্য নিরীক্ষক নিয়োগসহ নতুন বাজেট চূড়ান্ত করা হয়। সভার শেষে সভাপতি সদস্যদের ধন্যবাদ জানিয়ে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান এবং ২২তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।