শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ণ
24.4 C
Dhaka

দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রাহক সেবা কেন্দ্র স্থাপন করেছে গ্রামীণফোন। ২৯ জানুয়ারি সিলেটের আম্বরখানায় গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করা হয়। এর মাধ্যমে টেকসই ব্যবস্থাপনায় একটি নতুন ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলো কোম্পানিটি। এটি পরিবেশের প্রতি গ্রামীণফোনের অবিচল প্রতিশ্রুতিরই প্রতিফলন। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, অন্যদিকে গ্রাহক অভিজ্ঞতায়ও যোগ হবে নতুন মাত্রা।

পরিবেশবান্ধব ভবিষ্যত গড়ার লক্ষ্যে নির্মিত এই গ্রামীণফোন সেন্টারটি টেলিযোগাযোগ খাতে একটি অগ্রগামী পদক্ষেপ যেখানে ৯৯ দশমিক ৯ শতাংশ কার্যক্রমই হবে কাগজবিহীন ও প্লাস্টিকমুক্ত। সেন্টারটির নির্মাণ থেকে শুরু করে অভ্যন্তরীণ সাজসজ্জা ও দৈনন্দিন কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে পরিবেশের প্রতি দায়বদ্ধতার ছাপ স্পষ্ট। এখানে ব্যবহৃত প্রতিটি উপাদানই টেকসই উপকরণ দিয়ে তৈরি এবং প্রচলিত উপকরণের পরিবর্তে টেকসই, পুনর্ব্যবহারযোগ্য এবং পুনরায় ব্যবহারের উপযোগী উপাদান ব্যবহার করা হয়েছে। এখানে গ্রাহক সেবা হবে কাগজবিহীন। ফলে ডিজিটাল উদ্ভাবনের সহায়তায় সেবায় আরো গতি আসবে, পরিবেশগত ক্ষতিও কম হবে।   

দেয়াল বাগান (ভার্টিক্যাল গার্ডেন) ও পরিবেশ-বান্ধব দৃশ্যের (ল্যান্ডস্কেপিং) সমন্বয়ে সেন্টারটিতে এক ধরণের প্রাকৃতিক আবহ তৈরি করা হয়েছে। এছাড়া এর নকশায় যুক্ত করা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ’শীতল পাটি’। উদ্ভাবন ও প্রকৃতির সমন্বয়ে বিশ্বাস করে গ্রামীণফোন; এমন পদক্ষেপ এরই প্রতিফলন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামানের উপস্থিতিতে ২৯ জানুয়ারি সিলেটের আম্বরখানায় সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোন সেন্টার এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই মাইলফলক সম্পর্কে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, “আমরা যা কিছু করি এর কেন্দ্রে থাকেন গ্রাহক এবং যখন সেটি হয় টেকসই পদক্ষেপ তখন তা আরও অর্থবহ হয়ে উঠে। সিলেটের এই গ্রিন কাস্টমার সেন্টারটি পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যত গড়তে গ্রামীণফোনের সংকল্পেরই প্রতিফলন। পাশাপাশি আরো মানসম্মত ও দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করবে সেন্টারটি। একইসাথে উদ্ভাবন, স্থায়িত্ব ও স্থানীয় ঐতিহ্যেকে আমরা কাজে লাগিয়েছি, যা শিল্প খাত ও সমাজকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করবে। শুধু পরিবেশগত দায়িত্ব পালন নয়, এই উদ্যোগ গ্রামীণফোনের কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ; পাশাপাশি বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণেও সহায়ক। নিজস্ব সংস্কৃতিকে সম্মান জানিয়ে স্থানীয় কমিউনিটির ক্ষমতায়নে নিবেদিত গ্রামীণফোন। এই সেন্টারটি এরই প্রতিফলন। পাশাপাশি পরিবেশগত সুরক্ষা এবং আমাদের সেবার আওতাধীন কমিউনিটির কল্যাণে অবদান রাখবে এই পরিবেশবান্ধব সেন্টারটি।“

এই সপ্তাহের জনপ্রিয়

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

জাইঝেল-এর পরিবেশক এখন ষ্টার টেক

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের বিশ্ববিখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘Zyxel’ এর পরিবেশক...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায়...

সর্বশেষ

ন্যাশনাল ডেটা অথরিটি তৈরি হলে কর্মসংস্থানের সৃষ্টি হবে: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: এনআইডি সেবা উন্নত করতে বর্হিবিশ্বের মতো স্বতন্ত্র...

এআই টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ...

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

টেকভিশন২৪ ডেস্ক: রোজা উপলক্ষ্যে ১ টাকায় বাইক জেতার সুযোগসহ...

শিগগিরই প্রোগ্রামারদের স্থান নেবে না এআই: আইবিএম সিইও

টেকভিশন২৪ ডেস্ক: আইবিএমের প্রধান নির্বাহী অর্জিন্দ কৃষ্ণা বলেছেন, কৃত্রিম...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img