শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
27 C
Dhaka

আনলিমিটেড ইন্টারনেটসহ ওয়াইফাই সেবা আনলো বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: যোগাযোগ ও সংযোগের ক্ষেত্রে (কানেক্টিভিটি) আনলিমিটেড সুবিধা নিশ্চিত করতে ওয়াইফাই ওয়্যারলেস রাউটারের বিস্তৃত সেবা নিয়ে এসেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

- Advertisement -

এখন গ্রাহকরা ঘরে বা অফিসে বসেই জেডটিই কে১০ রাউটারের মাধ্যমে দেশের দ্রুততম ফোরজি ইন্টারনেটের ওয়্যারলেস (তারহীন) কানেক্টিভিটি উপভোগ করার সুযোগ পাবেন।

গ্রাহকরা টফিতে টিভি চ্যানেল, নাটক বা মুভির মতো অসংখ্য কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি, বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা বঙ্গ, হইচই, আইস্ক্রিন ও দীপ্ত প্লের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মাসিক সাবস্ক্রিপশন ও আনলিমিটেড ইন্টারনেট পাবেন। দেশজুড়ে ডিজিটাইজেশন সম্প্রসারিত করার ক্ষেত্রে ফিক্সড ওয়্যারলেস রাউটারের মাধ্যমে বাড়ি ও অফিসে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি করতে এই সেবা নিয়ে আসা হয়েছে। ওয়্যারলেস রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেট নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা, অফিস, ব্যবসা, স্বাস্থ্যসেবা, গেমিং, বিনোদন, আপলোডিং, ডাউনলোডিং ও স্ট্রিমিংয়ের মতো নানান ক্ষেত্রে ডিজিটাল সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “বাংলাদেশের দ্রুততম ফোরজি ইন্টারনেট প্রদানকারী হিসেবে বাংলালিংক সবার জন্য ইন্টারনেট আরও সহজলভ্য করতে এবং ডিজিটাল ব্যবধান কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিয়ে আসা নানা ডিজিটাল সেবা ও সাবস্ক্রিপশনের মাধ্যমে বাড়ি ও অফিসে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করে গ্রাহক ও এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের আরও বেশি সক্ষম করে তুলতেই এই ওয়্যারলেস ওয়াইফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রচেষ্টার মাধ্যমে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাবল ছাড়াই ব্যক্তি, কমিউনিটি ও এন্টারপ্রাইজগুলোর জন্য সুযোগের সম্ভাবনা তৈরি করাই আমাদের লক্ষ্য।”

বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা, এই রাউটারের মাধ্যমে সার্চ ৩২টি ডিভাইস সংযোগ করতে পারবেন। বিদ্যুৎ ছাড়াও রাউটারটি ২ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। বাংলালিংক সাবস্ক্রাইবাররা জেডটিই কে১০ এফডব্লিউএ রাউটারে বিস্তৃত পরিসরের সাশ্রয়ী ও আকর্ষণীয় ওয়াইফাই প্যাকেজ গ্রহণ করার সুযোগ পাবেন; ৩০ দিনের জন্য মাত্র ৩,৬৯৯ টাকায় শুরু হচ্ছে এই প্যাকেজ। যাদের দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন তারা মাত্র ৫,০০০ টাকায় তিন মাসের প্যাকেজ নিতে পারবেন।

বাংলালিংক গ্রাহকের চাহিদা ও বাজেট বিবেচনা করে চারটি প্যাকেজ নিয়ে এসেছে। প্রথম প্যাকেজে সাবস্ক্রাইবাররা মাত্র ৯৯৭ টাকায় ২৫ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি উপভোগ করতে পারবেন। তারা ৩০ দিনের জন্য হইচই, চরকি, বঙ্গ ও আইস্ক্রিনের প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন পাবেন। দ্বিতীয় প্যাকেজে মাত্র ১,১৯৯ টাকায় ৩০ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। তৃতীয় প্যাকেজে মাত্র ১,৭৭৭ টাকায় ৪০ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন গ্রাহকরা।

অন্যদিকে, চতুর্থ প্যাকেজে মাত্র ২,৯৯১ টাকায় ২৫ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। সবগুলো প্যাকেজের সাথেই প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন একদম ফ্রি। একইসাথে, ওয়াইফাই ব্যবহারকারীরা আনলিমিটেড টফি কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন।

গ্রাহকরা বাংলালিংক ই-শপ https://banglalink.net/en/bl-wifi থেকে অফারটি গ্রহণ করতে পারবেন; সাথে থাকছে এফডব্লিউএ রাউটারের ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। এই ওয়াইফাই সেবা এখন নির্দিষ্ট কিছু জায়গায় পাওয়া যাচ্ছে; আগামীতে এই সেবা দেশজুড়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img